1. info@www.dhanershis.net : ধানের শীষ :
শেয়ারবাজারে রেকর্ড পতন - ধানের শীষ
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ন

শেয়ারবাজারে রেকর্ড পতন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১২৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : সপ্তাহের প্রথম দিনে ভয়াবহ দরপতন হয়েছে শেয়ারবাজারে। এক দিনে মূল্যসূচক কমেছে রেকর্ড ১৪৯ পয়েন্ট। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। সূচক কমে ৫ হাজার পয়েন্টের নিচে নেমেছে। যা গত ১১ জুনের পর সর্বনিম্ন। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক কমেছে।

দিনের লেনদেন শেষে ডিএসইতে লেনদেন হওয়া ৩৪১টি প্রতিষ্ঠানের শেয়ার দর কমেছে। বেড়েছে মাত্র ২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ার। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৪৯ পয়েন্ট কমে ৪ হাজার ৯৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে। চলতি বছরের ১১ জুন সর্বনিম্ন সূচক ৫ হাজার পয়েন্টে নেমেছিল। ওইদিন সূচক ছিল ৫ হাজার ৭০ পয়েন্ট। সবকটি মূল্যসূচক কমার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৩০৩ কোটি ১৩ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৩০৬ কোটি টাকা। সে হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ৩ কোটি টাকা। টাকার পরিমাণে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাভেলো আইসক্রিমের শেয়ার। ১৪ কোটি টাকার লেনদেন হয়েছে প্রতিষ্ঠানটির। ৯ কোটি টাকার শেয়ার লেনদেনে গ্রামীণফোনের শেয়ার ছিল দ্বিতীয় শীর্ষ কোম্পানি। এ ছাড়া ৮ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে এনআরবি ব্যাংকের শেয়ার। গতকাল ঢাকা শেয়ারবাজারের সামনে বিক্ষোভ করেছেন ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৩০০ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২০৪টি প্রতিষ্ঠানের মধ্যে ২৩টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৭৩টির এবং ৮টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৪ কোটি ২৫ লাখ টাকা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট