অনলাইন ডেস্ক : অনিশ্চয়তা, শঙ্কা দূর করে অনুষ্ঠিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। গতকাল দিনভর উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়। যদিও ভোটের পর উত্তাল হয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। মধ্যরাতে একে একে বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের ফলাফল ঘোষণা করা হয়। এতে গুরুত্বপূর্ণ তিনটি পদ সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদকের (এজিএস) পদে ব্যাপক ব্যবধানে এগিয়ে যান বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রার্থী যথাক্রমে সাদিক কায়েম, এস এম ফরহাদ ও মহিউদ্দীন খান।
মধ্যরাতে ফল প্রকাশের মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনে শিক্ষার্থীরা উল্লাস প্রকাশ করেন। তাঁরা অনবরত ‘সাদিক কায়েম, ফরহাদ, নারায়ে তাকবির আল্লাহু আকবর’ স্লোগান দিতে থাকেন। অন্যদিকে ছাত্রদল-সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, ‘পরিকল্পিত কারচুপির ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি। পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম।’ ছাত্রদলের জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম বলেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি মনে করেন এটিই তাঁদের রায়, তবে এই রায়কে আমি সম্মান জানাই। আমি শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষমাণ।’
এর আগে ভোট গণনা শুরু হওয়ার পর সন্ধ্যা থেকে ভোট কারচুপির অভিযোগ এনে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। রাত হওয়ার পর ধীরে ধীরে বিক্ষোভের মাত্রা বাড়তে থাকে। সন্ধ্যার পর ক্যাম্পাসের পরিস্থিতি ছিল থমথমে। ক্যাম্পাসের আশপাশের এলাকায় যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোটের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে গতকাল বিকাল থেকে ক্যাম্পাস এলাকায় জড়ো হতে থাকেন জামায়াত-শিবির, বিএনপিসহ এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এ অবস্থায় ক্যাম্পাস এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। সন্ধ্যার পর থেকে নীলক্ষেত এলাকায় বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা অবস্থান নেন। এ ছাড়া শাহবাগ মোড়, টিএসসি ও দোয়েল চত্বর এলাকায় দুই দলের নেতা-কর্মীদের অবস্থান নিতে দেখা গেছে। এসব এলাকায় নেতা-কর্মীরা অবস্থান নেওয়ায় ক্যাম্পাস এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি থমথমে। রাত ৮টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বলেন, ফলাফল ঘিরে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তিনি বলেন, সন্ধ্যার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি বাড়ানো হয়েছে। এ ছাড়া সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছেন পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরা।
এবারের ডাকসু নির্বাচনে মোট ভোটারের ৭৮ দশমিক ৩৩ শতাংশ ভোটাধিকার প্রয়োগ করেন। ৮টি কেন্দ্রের ৮১০টি বুথে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোট গ্রহণ চলে। ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে কোনো প্রকার বিধিনিষেধ ছাড়াই তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন, বিজয়ী করেছেন ছাত্র সংসদে তাঁদের প্রতিনিধি। এই প্রতিনিধিরাই আগামী এক বছর শিক্ষার্থীদের পক্ষে কথা বলবেন।
বিকাল ৪টায় ভোট শেষ হওয়ার পর শুরু হয় গণনা। বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের বাইরে স্থাপিত বড় এলইডি স্ক্রিনে সরাসরি ভোট গণনা প্রদর্শন করা হয়। প্রথমবারের মতো ভোট গণনা সরাসরি দেখার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সাধারণ শিক্ষার্থীরাও। গতকাল রাত সাড়ে আটটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভোট গণনা চলছিল।
গতকাল ক্যাম্পাসে সরেজমিনে দেখা গেছে, সকালে ভোট শুরু হওয়ার আগেই ছাত্রছাত্রীরা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে যান। একে একে প্রবেশ করেন বুথের ভিতরে। মোট ছয়টি ব্যালটে ভোট দেওয়ার জন্য ভোটার ছাত্রছাত্রীরা পেয়েছেন আট মিনিট সময়। ভোট শেষ করে সহাস্যেই বের হন তাঁরা। দীর্ঘদিন পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ছাত্রছাত্রীরা। আবাসিক শিক্ষার্থীদের পাশাপাশি সমানতালে ভোট উৎসবে অংশ নেন অনাবাসিক শিক্ষার্থীরাও। পুরুষ ভোটারদের পাশাপাশি নারী ভোটারদেরও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
ভোট গ্রহণ শেষে বিকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান সাংবাদিকদের জানান, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সুষ্ঠুভাবে নির্বাচন শেষ হয়েছে। নির্বাচনে স্বচ্ছতার কোনো ঘাটতি ছিল না।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রুটের বাসগুলো অনাবাসিক শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাসে আসতে থাকে। সকালের দিকে ভোট কেন্দ্রে বেশি দেখা যায় অনাবাসিক শিক্ষার্থীদের। সকাল ১০টার পর থেকে আবাসিক শিক্ষার্থীদের উপস্থিতি বাড়তে থাকে। এ সময় কেন্দ্রগুলোতে প্রার্থীদের নিয়ম না মেনে ভোটারদের লাইনে প্রচারণা করতেও দেখা যায়।
ছাত্রদল ও ছাত্রশিবিরের প্রার্থীরা পাল্টাপাল্টি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্যানেলের প্রার্থীরা সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, ইউল্যাব কেন্দ্র থেকে তাঁদের এজেন্ট বের করে দেওয়া হয়েছে।
সন্ধ্যায় মধুর ক্যানটিনের সামনে সংবাদ সম্মেলন করে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান নির্বাচনে কারচুপির অভিযোগ আনেন। তিনি বলেন, ‘আমরা যখন বিভিন্ন ভোট কেন্দ্রে গিয়েছি, আমাদের এতিমের মতো দাঁড় করিয়ে রাখা হয়েছে, ঢুকতে দেওয়া হয়নি, আমাদের সময় নষ্ট করা হয়েছে। অমর একুশে হলে গিয়েছি, সেখানে কারচুপির প্রমাণ পেয়েছি। রোকেয়া হলেও কারচুপি হয়েছে।’ এটা কোনোভাবেই আশা করিনি। ছাত্রদলের পোলিং এজেন্টদেরও কেন্দ্রে ঢুকতে বাধা প্রদান করা হয় বলে জানান আবিদ।
এদিকে ভোট শেষ হওয়ার পর বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সঙ্গে ভিসির বাসভবনে সাক্ষাৎ করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। এ সময় উপাচার্যের কাছে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শঙ্কা প্রকাশ করেন ছাত্রদল নেতারা। পরে উপাচার্য সাংবাদিকদের বলেন, ‘যে কোনো অংশীজনের মতামতকে আমরা সম্মান করি। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো রাজনৈতিক দলের দ্বারা প্রভাবিত নয়।’
উল্লেখ্য এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহসভাপতি (ভিপি) পদে প্রার্থী ছিলেন ৪৫ জন। এ ছাড়া সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন ও সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
প্রতি বছর ডাকসু নির্বাচন হওয়ার কথা থাকলেও এর আগে ২০১৯ সালে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল দীর্ঘ ২৮ বছর পর।