1. info@www.dhanershis.net : ধানের শীষ :
নির্বাচন বানচালের অপচেষ্টা শেষ পর্যন্ত দুঃস্বপ্নে পরিণত হবে : নবীউল্লাহ নবী - ধানের শীষ
শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ০৩:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
নির্বাচন বানচালের অপচেষ্টা শেষ পর্যন্ত দুঃস্বপ্নে পরিণত হবে : নবীউল্লাহ নবী পাকিস্তান ও চীনের মতো ভারতের সঙ্গেও ভালো সম্পর্ক চায় বাংলাদেশ সংস্কার এর নামে নির্বাচন বিলম্বিত করার পাঁয়তারা করা হচ্ছে : বরকতউল্লা বুলু গোসাইরহাটে বিএনপির কর্মী সমাবেশে নতুন রাজনৈতিক রূপরেখার অঙ্গীকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও মধ্যপন্থা রাজনীতির ভবিষ্যৎ মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা রাজনৈতিক স্থিতিশীলতা হারালে আবারও ওয়ান ইলেভেন সৃষ্টি হবে : খোকন আন্তর্জাতিক সাংবাদিক সংস্থার আত্মপ্রকাশ নেতৃত্বে জয়নাল আবেদীন ও কাজী মনির মালয়েশিয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন ড. মুহাম্মদ ইউনূস জিয়ার মাজারে ড্যাবের শ্রদ্ধাঞ্জলি, নির্বাচন নিয়ে যা বললেন ডা. জাহিদ

নির্বাচন বানচালের অপচেষ্টা শেষ পর্যন্ত দুঃস্বপ্নে পরিণত হবে : নবীউল্লাহ নবী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা-৫ আসনের প্রধান সমম্বয়ক নবীউল্লাহ নবী বলেছেন, নির্বাচন বানচালের কোনো অপচেষ্টাই সফল হবে না। যারা নির্বাচন বানচালের স্বপ্ন দেখছেন, তাদের সেই স্বপ্ন শেষ পর্যন্ত দুঃস্বপ্নে পরিণত হবে। জনগণের বিজয় অবশ্যম্ভাবী।

তিনি বলেন, বিএনপি জনগণকে সাথে নিয়ে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুত। আমরা ফেব্রুয়ারিতে ভোটের মধ্যদিয়ে মানুষের প্রত্যাশা অনুযায়ী একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই।

সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর যাত্রাবাড়ীতে এক দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডেমরা, যাত্রাবাড়ী ও কদমতলী থানা (আংশিক) বিএনপি আয়োজিত এ দোয়া ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

‎নবীউল্লাহ নবী বলেন, বাংলাদেশের ইতিহাসে বেগম খালেদা জিয়া এক অনমনীয় নেতৃত্বের নাম, যাঁর আপসহীন সংগ্রামী মনোভাব এদেশের মানুষকে গণতান্ত্রিক অধিকার আদায়ের লড়াইয়ে বারবার পথ দেখিয়েছে। আমরা দেশনেত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। নতুন বাংলাদেশে তাকে আমাদের অনেক বেশি প্রয়োজন।

তিনি আরও বলেন, বিএনপি গণমানুষের দল। আমরা নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায়ে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই। কিন্তু কিছু রাজনৈতিক দল জামানত বাতিল হবে দেখে নির্বাচনকে বিলম্বিত করতে পিআর পদ্ধতিতে ভোটের কথা বলছে। নির্বাচন নিয়ে এই টালবাহানা জনগণ মেনে নেবে না।

এসময় ডেমরা, যাত্রাবাড়ী ও কদমতলী থানা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট