অনলাইন ডেস্ক : লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র জাতীয় কার্যনির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, সংস্কার একটা চলমান প্রক্রিয়া এর নামে নির্বাচন বিলম্বিত করার পাঁয়তারা করা হচ্ছে। তিনি বলেন বিএনপি ক্ষমতায় এলে গণতন্ত্র সুরক্ষিত রাখা হবে।
কাউন্সিলে লাকসাম উপজেলা বিএনপির কাউন্সিলে সভাপতি মোঃ আবুল কালাম, সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মুশু, জয় লাভ করে এবং সকালে মনোহরগঞ্জ উপজেলার সভাপতি ইলিয়াস পাটোয়ারী এবং সাধারণ সম্পাদক সরোয়ার জাহান দোলন বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়লাভ করে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জাকারিয়া তাহের সুমন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “সংগঠনকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ের ঐক্য সবচেয়ে জরুরি।”
সভাপতি হিসেবে বক্তব্য রাখেন লাকসাম উপজেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম। প্রধান বক্তা বিএনপি (কুমিল্লা বিভাগ) এর সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাক মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ভিপিসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়কবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন লাকসাম উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান বাদল।
বক্তারা বিএনপির সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান এবং আসন্ন রাজনৈতিক আন্দোলনে সক্রিয় থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।