1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
জিয়ার মাজারে ড্যাবের শ্রদ্ধাঞ্জলি, নির্বাচন নিয়ে যা বললেন ডা. জাহিদ - ধানের শীষ
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৩:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
দেশের সব ক্রান্তিকালে জিয়া পরিবার হাল ধরেছে : আমান বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূতের যোগদান এবং আগামীর বাংলাদেশ ভাবনা গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই এগিয়ে যাবে বাংলাদেশ: ফখরুল ২৩ নভেম্বর ফিরছেন তারেক রহমান দেশকে এগিয়ে নিয়ে যেতে এখন নির্বাচিত সরকার প্রয়োজন : ফখরুল তারেক রহমানের পক্ষ থেকে দাবাড়ু নীরকে আর্থিক সহায়তা ধানের শীষের জোয়ার কেউ আটকাতে পারবে না : নবীউল্লাহ নবী শাপলা না দেওয়ার আইনি ব্যাখ্যা দিলে অন্য প্রতীক বিবেচনা করা হবে: নাহিদ বিএনপির তিনশ আসনে একক প্রার্থী; কৌশলগত কারণে পরিবর্তন আসতে পারে ৫০ আসনে তত্ত্বাবধায়কের ভূমিকায় যেতে হবে অন্তর্বর্তী সরকারকে : মির্জা ফখরুল

জিয়ার মাজারে ড্যাবের শ্রদ্ধাঞ্জলি, নির্বাচন নিয়ে যা বললেন ডা. জাহিদ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : ড্যাবের (ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) নবনির্বাচিত নেতাদের নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বুধবার (১৩ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন।

ফুল অর্পণ ও দোয়া শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “দেশের মানুষ পিআর পদ্ধতি বোঝে না। ধমক দিয়ে জনগণকে দাবিয়ে রাখা সম্ভব নয়, অতীতে তা হয়েছে না। যারা দেশে নির্বাচন হতে দেবেন না বলে মন্তব্য করেন, তাদের কথা শুনলে স্বৈরাচারের পদধ্বনি শুনতে পাই।”

ডা. জাহিদ আরও বলেন, “প্রধান নির্বাচন কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে। তবে কিছু মানুষ সরকারের অংশ থেকে বলছে ‘এটা হতে দেবো না, সেটা হতে দেবো না’। জনগণ পিআর পদ্ধতি কখনো প্র্যাকটিস করেনি। বড় গণতান্ত্রিক দেশে যেমন আমেরিকা, যুক্তরাজ্য, ভারত—কোথাও পিআর পদ্ধতিতে নির্বাচন হয় না। তাই জনগণ নির্বাচিত প্রতিনিধি দেখতে চায়। যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায়, তারা পিআর পদ্ধতির নির্বাচনের কথা বলে।”

তিনি আরও উল্লেখ করেন, “মব কালচারের মাধ্যমে দেশকে কোথায় নিয়ে যাচ্ছেন? দেশের শিক্ষা ব্যবস্থার কি অবস্থা? অতীতে অনেক গুম, খুন ও নির্যাতনের পরও জনগণকে দাবিয়ে রাখা যায়নি। তাই এখন সময় এসেছে নির্বাচনের পরিবেশ তৈরি করার।”

ড্যাবের নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ বলেন, “ড্যাবের নির্বাচন একটি মাইলফলক। নির্বাচন শেষে আমরা শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করে দোয়া করেছি। ড্যাব একটি আস্থাশীল স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলবে। বিএনপি সবসময় গণতন্ত্র ও জনগণের জন্য কথা বলে।”

উল্লেখ্য, গত ৯ আগস্ট ড্যাবের কাউন্সিল অনুষ্ঠিত হয়। নির্বাচনে হারুন-শাকিল পূর্ণ প্যানেল বিজয়ী হয়েছে। ভোটার সংখ্যা ছিল ৩ হাজার ১৩১। সভাপতি পদে অধ্যাপক ডা. হারুন আল রশিদ ১,৩৬৯ ভোট পেয়ে নির্বাচিত হন। মহাসচিব পদে ডা. জহিরুল ইসলাম শাকিল ১,৪৫৮ ভোট পেয়ে নির্বাচিত হন। অন্যান্য পদেও একই প্যানেলের প্রার্থীরা জয়ী হন।

অন্যদিকে আজিজ-শাকুর প্যানেলের কেউ নির্বাচিত হননি।

ড্যাবের নির্বাচনে ভোটারদের রায়ে নির্ধারিত হয়েছে আগামীতে সংগঠনের নেতৃত্ব কীভাবে চলবে, যা দেশে চিকিৎসা খাতে স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট