
অনলাইন প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় একটি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগমের কাছে ডিও লেটার দিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। গত ৩ আগস্ট প্রদত্ত এ চিঠির মাধ্যমে জেলার দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের পথ সুগম হয়েছে বলে স্থানীয়দের আশা।
ডিও লেটারে ড. সালেহউদ্দিন উল্লেখ করেন, ২৮ লাখেরও বেশি জনসংখ্যার প্রাচীন জনপদ ব্রাহ্মণবাড়িয়ায় এখনো কোনো সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল নেই। ফলে দরিদ্র জনগণ উন্নত ও স্বল্পমূল্যের চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। রাজধানী বা কুমিল্লা মেডিকেল কলেজে যেতে হয়, যা দূরত্ব ও ব্যয়ের কারণে অনেকের পক্ষেই কষ্টসাধ্য।
তিনি আরও উল্লেখ করেন, জেলার কৌশলগত ভৌগোলিক অবস্থান, ঘন জনবসতি, জাতীয় অর্থনীতিতে বৈদেশিক মুদ্রা ও গ্যাস উৎপাদনে অবদান এবং স্বাস্থ্যসেবার সংকট বিবেচনায় সদর এলাকায় একটি সরকারি মেডিকেল কলেজ ও ৫০০ শয্যার হাসপাতাল স্থাপন জরুরি।
বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া সমিতির সাধারণ সম্পাদক ড. তৌফিকুল ইসলাম মিথিল বলেন, অর্থ উপদেষ্টার ডিও লেটারের মাধ্যমে আমাদের আন্দোলনের যাত্রা আরও শক্তিশালী হলো। শিগগিরই স্বাস্থ্য উপদেষ্টার সাথেও সাক্ষাৎ করবো।
ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ ড. মো. ইব্রাহিম জানান, এটি আমাদের প্রাণের দাবি। জেলার গুরুত্ব অনুধাবন করে আমরা এর দ্রুত বাস্তবায়ন প্রত্যাশা করছি।