1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
দেশে একাধিক স্থায়ী হাসপাতাল বানাতে চায় চীন - ধানের শীষ
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১২:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
দেশের সব ক্রান্তিকালে জিয়া পরিবার হাল ধরেছে : আমান বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূতের যোগদান এবং আগামীর বাংলাদেশ ভাবনা গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই এগিয়ে যাবে বাংলাদেশ: ফখরুল ২৩ নভেম্বর ফিরছেন তারেক রহমান দেশকে এগিয়ে নিয়ে যেতে এখন নির্বাচিত সরকার প্রয়োজন : ফখরুল তারেক রহমানের পক্ষ থেকে দাবাড়ু নীরকে আর্থিক সহায়তা ধানের শীষের জোয়ার কেউ আটকাতে পারবে না : নবীউল্লাহ নবী শাপলা না দেওয়ার আইনি ব্যাখ্যা দিলে অন্য প্রতীক বিবেচনা করা হবে: নাহিদ বিএনপির তিনশ আসনে একক প্রার্থী; কৌশলগত কারণে পরিবর্তন আসতে পারে ৫০ আসনে তত্ত্বাবধায়কের ভূমিকায় যেতে হবে অন্তর্বর্তী সরকারকে : মির্জা ফখরুল

দেশে একাধিক স্থায়ী হাসপাতাল বানাতে চায় চীন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : স্থায়ীভাবে বাংলাদেশে একাধিক হাসপাতাল নির্মাণ করতে চায় চীন। আধুনিক চিকিৎসা প্রযুক্তি, প্রশিক্ষণ এবং রোবোটিক চিকিৎসাসহ ঢাকার সঙ্গে সমন্বিত স্বাস্থ্যসেবার নতুন অধ্যায় শুরুর আগ্রহ প্রকাশ করেছে বেইজিং।

শুক্রবার রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত ‘নি হাও! চীন-বাংলাদেশ স্বাস্থ্য ও চিকিৎসা উন্নয়ন প্রদর্শনী ২০২৫’ শীর্ষক দিনব্যাপী এক্সপোতে এই আগ্রহের কথা জানায় দেশটি।

অনুষ্ঠানে উপস্থিত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশে আমরা শুধু হাসপাতাল স্থাপন করতে চাই না, বরং এমন একটি স্বাস্থ্যব্যবস্থা গড়তে চাই যা টেকসই, মানবিক এবং প্রযুক্তিনির্ভর। মাইলস্টোন দুর্ঘটনায় সহায়তার অভিজ্ঞতা আমাদের আরও গভীর সম্পর্কের দিকে নিয়ে গেছে।

তিনি জানান, চীনের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলো বাংলাদেশে হাসপাতাল নির্মাণ, চিকিৎসক পাঠানো, রোগী রেফারাল সুবিধা এবং স্বাস্থ্য প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিতে আগ্রহী।

এসময় বাংলাদেশের স্বাস্থ্য সেবা নিয়ে ব্যাপক আগ্রহের কথা জানায় চীনের শীর্ষস্থানীয় ১০টিরও বেশি হাসপাতালের প্রতিনিধিরা। তাদের প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশে হাসপাতাল গড়ার পাশাপাশি তারা চীনা বিশেষজ্ঞ চিকিৎসক পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন। এছাড়াও বাংলাদেশি চিকিৎসকদের জন্য চীনে উচ্চতর প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

এদিকে এক্সপোতে অংশ নেওয়া চীনের শীর্ষস্থানীয় হাসপাতালগুলো রোগীদের জন্য বেশ কিছু বিশেষ সুবিধার কথা জানিয়েছে। এর মধ্যে রয়েছে অনলাইন ও অনসাইট কনসালটেশন, দ্রুত মেডিকেল ভিসা প্রসেসিং, আমন্ত্রণপত্র প্রদান, ভাষা অনুবাদ সহায়তা, এবং বিমানবন্দর পিকআপ সার্ভিস। সবগুলো সেবাই বাংলাদেশি রোগীদের জন্য সহজে চীনে চিকিৎসার পথ খুলে দিচ্ছে।

এক্সপোর আয়োজক প্রতিষ্ঠান বেল্ট অ্যান্ড রোড হেলথকেয়ার সেন্টার-এর চেয়ারম্যান প্রকৌশলী কোরবান আলী বলেন, চীনেরসঙ্গে এই স্বাস্থ্য সেতুবন্ধন আমাদের জন্য শুধুমাত্র সেবা নয় বরং সক্ষমতা তৈরি ও প্রযুক্তির যুগে প্রবেশের পথ খুলে দিচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট