অনলাইন ডেস্ক : জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ রোববার (৩ আগস্ট) দুপুর ২টায় রাজধানীর শাহবাগ মোড়ে সমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
এই সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উপস্থিত থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।
জুলাই অভ্যুত্থানের পর ছাত্রদলের এটিই প্রথম বড় জনসমাবেশ হলেও এবার চিরাচরিত মিছিল, ব্যানার বা ফেস্টুন থাকবে না। কেন্দ্রীয় নেতৃত্ব শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ সমাবেশ নিশ্চিত করতে নেতাকর্মীদের এসব উপকরণ না আনার নির্দেশ দিয়েছে।
শনিবার (২ আগস্ট) দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে ছাত্রদল জানায়, ব্যস্ত রাজধানীতে কর্মদিবসে সমাবেশের কারণে জনভোগান্তির বিষয়টি তারা উপলব্ধি করছে এবং নগরবাসীর কাছে সহানুভূতির আহ্বান জানাচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, মূলত ৩ আগস্ট জাতীয় শহীদ মিনারে সমাবেশের অনুমতি পাওয়ার পরও জাতীয় নাগরিক পার্টির অনুরোধে সৌহার্দ্যের জায়গা থেকে স্থান পরিবর্তন করে শাহবাগে সমাবেশের সিদ্ধান্ত নেয় ছাত্রদল।
এছাড়া শুক্রবার কেন্দ্রীয় ছাত্রদল ঢাকামুখী নেতাকর্মীদের জন্য ছয় দফা নির্দেশনা দিয়েছে। এর মধ্যে রয়েছে—
কোনো ধরনের ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড বহন করা যাবে না
সমাবেশ শুরুর আগে থেকেই উপস্থিত থাকতে হবে এবং শেষ পর্যন্ত থাকতে হবে
জরুরি সেবার গাড়ি চলাচলে কাঁটাবন মোড় থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত গলিতে সহায়তা করতে হবে
নেতাকর্মীবাহী গাড়ি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে পারবে না
ব্যক্তিগত শো-ডাউন ও মিছিল করে সমাবেশস্থলে যাওয়া নিষিদ্ধ
সমাবেশ শেষে সংশ্লিষ্ট ইউনিটের নির্ধারিত স্থান পরিষ্কার করতে হবে