1. info@www.dhanershis.net : ধানের শীষ :
ফেব্রুয়ারিতে নির্বাচন প্রস্তুতিতে রাজনৈতিক দলগুলো - ধানের শীষ
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০২:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
‘অপরাধী যেই হোক, তার স্থান কখনোই আইন ও ন্যায়বিচারের ঊর্ধ্বে হতে পারে না’ ফেব্রুয়ারিতে নির্বাচন প্রস্তুতিতে রাজনৈতিক দলগুলো নির্বাচনি তদন্ত কমিটির কার্যক্রম তদারকিতে ইসি’র কমিটি ১৮ বিচারককে অবসরে পাঠাল সরকার এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত তারেক রহমানের নির্দেশে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রদল নেতারা গুম সংক্রান্ত কমিশনে নিখোঁজ ২০০ ব্যক্তির তথ্য হস্তান্তর এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ আজ, যেভাবে জানা যাবে মৌলিক সংস্কার বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছে সরকার : অর্থ উপদেষ্টা প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থা প্রধানের সাক্ষাৎ

ফেব্রুয়ারিতে নির্বাচন প্রস্তুতিতে রাজনৈতিক দলগুলো

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : আগামী ফেব্রুয়ারি ঘিরেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি আগামী ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার সরকারের নির্দেশনাকে ইতিবাচক হিসেবে দেখছে দলগুলো। লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর ‘২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে’-এমন ঘোষণার পর নির্বাচন নিয়ে দলগুলো আশাবাদী হয়ে ওঠে বলে জানান স্ব-স্ব দলের দায়িত্বশীল ব্যক্তিরা। এরপর ‘ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি নেওয়ার’ ঘোষণার পর রোজার আগে নির্বাচন আয়োজন নিয়ে জটিলতা নিরসনে এক ধাপ এগিয়ে গেল বলে মনে করেন তারা। ফলে ফেব্রুয়ারি ঘিরেই নির্বাচনি প্রস্তুতি নিচ্ছে দলগুলো।

তবে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ বেশ কিছু রাজনৈতিক দলের সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে এককাতারে আসায় ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না, তাতেও সংশয় প্রকাশ করছেন অনেকে।

জানা যায়, আওয়ামী লীগ মাঠে না থাকলেও আগামী সংসদ নির্বাচন কঠিন হবে ধরে নিয়েই প্রার্থী বাছাইয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যোগ্যতা, অভিজ্ঞতা, জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার বিচারেই চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে। সর্বোচ্চ সতর্কতা ও যত্ন নিয়ে নির্বাচনি পরিকল্পনা সাজাচ্ছেন বিএনপির নীতিনির্ধারকরা। প্রার্থী বাছাই থেকে শুরু করে ইশতেহার রচনা, প্রচারসহ সব ক্ষেত্রেই সুচিন্তিত পদক্ষেপ নিচ্ছেন তারা। বিএনপি একক নাকি জোটগতভাবে নির্বাচন করবে, তা নিয়েও চলছে আলোচনা। যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে নতুন করে যে আলোচনা শুরু হয়েছে, সেখানে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করার কথা বলা হচ্ছে। সূত্র বলছে, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে এবার খুবই কঠোর অবস্থানে আছেন তারেক রহমান। আওয়ামী লীগ সরকারের আমলে দলের দুঃসময়ে পাশে ছিলেন না, আন্দোলন-সংগ্রামে নিষ্ক্রিয় ছিলেন কিংবা গা বাঁচিয়ে বা ক্ষমতাসীনদের সঙ্গে আপস করে চলেছেন-এমন নেতাদের প্রার্থী করা হবে না এবার। একই সঙ্গে ৫ আগস্ট-পরবর্তী ব্যক্তিগত স্বার্থ প্রাধান্য দিয়ে যারা অপকর্মে জড়িয়েছেন, যাদের বিতর্কিত কর্মকাণ্ডে দল ক্ষতিগ্রস্ত হয়েছে, তারাও প্রার্থী হতে পারবেন না।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। নির্বাচনি প্রস্তুতি সব সময়ই থাকে। তফসিল ঘোষণার পর আমরা মনোনয়নপত্র নেওয়ার জন্য আহ্বান জানাব। রাজনৈতিক দলের সাংগঠনিক কাজই হচ্ছে নির্বাচনি প্রস্তুতি।’

জানা যায়, জামায়াতে ইসলামী প্রায় ৩০০ আসনে সম্ভাব্য প্রার্থীতালিকা ঘোষণা করে প্রচারণার কাজ শুরু করছে। জাতীয় নাগরিক পার্টি (এসসিপি) সারা দেশে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করছে। তারা জুলাই সনদ, সংস্কার ও বিচারকে প্রাধান্য দিচ্ছে। নাগরিক ঐক্য ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টি নির্বাচনি প্রস্তুতির কাজ শুরু করেছে। এলডিপির নির্বাচনি প্রস্তুতি থাকলেও তারা সমঝোতার ভিত্তিতে বিএনপির সঙ্গে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছে। গণফোরাম, জাতীয় সমাজতান্ত্রিক দল এবং গণঅধিকার পরিষদও দলগতভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। ভোটের আগে বিএনপির সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে ঐকমত্য হলে সমঝোতার ভিত্তিতে প্রার্থী দেবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে এবং ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ করে জোটবদ্ধ-উভয়ভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মহাসাবেশে পিআর পদ্ধতিতে নির্বাচনে অংশ নিতে চায়-এমন অন্তত একডজন রাজনৈতিক দল একমত হয়েছে। প্রায় দুই যুগ পর ১৯ জুলাই ‘ইতিহাসের সবচেয়ে বড়’ জাতীয় সমাবেশ করতে যাচ্ছে জামায়াতে ইসলামী। ওই সমাবেশেও যেসব দল পিআর পদ্ধতিতে নির্বাচন চায় তাদের প্রতিনিধিরাও বক্তব্য দেবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট