বিশেষ প্রতিনিধি : বিএনপির চলমান রাজনৈতিক কার্যক্রমের পাশাপাশি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশ ব্যাপী চলমান বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠির রাজাপুর সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী HSC পরীক্ষার্থীদের মাঝে স্যালাইন, পানির বোতল ও সামান্য শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
আজ দুপুরে সরকারি রাজাপুর কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচি বাস্তবায়নে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ তরিকুল ইসলাম মুন্না, সদস্য ফরহাদ রনি,রাজাপুর সরকারি কলেজ শাখার সবেক আহ্বায়ক তুহিন, সাবেক সিঃযুগ্ন আহ্বায়ক আবু নাইম, বর্তমান কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ শাহরিয়ার সাঃ সম্পাদক সাইফুল ইসলাম সাংগঠনিক সম্পাদক মুসা হাসান রাকিন,আহাদ, তুসার আনন্দ সহ অনেকে।
গাছের চারা রোপণ করার পর, কলেজের HSC পরীক্ষা শেষে প্রত্যেকের মাঝে স্যালাইন, পানি ও সামান্য শিক্ষা উপকরণ বিতরণ করেন এবং তা অব্যাহত রাখবেন বলে এই তরুণ প্রজন্মের ছাত্রনেতার জানালে।
শুভকামনা আমাদের পক্ষ থেকে।