1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
কমপ্লিট শাটডাউনে বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ - ধানের শীষ
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৩:০০ অপরাহ্ন
সর্বশেষ :
দেশের সব ক্রান্তিকালে জিয়া পরিবার হাল ধরেছে : আমান বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূতের যোগদান এবং আগামীর বাংলাদেশ ভাবনা গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই এগিয়ে যাবে বাংলাদেশ: ফখরুল ২৩ নভেম্বর ফিরছেন তারেক রহমান দেশকে এগিয়ে নিয়ে যেতে এখন নির্বাচিত সরকার প্রয়োজন : ফখরুল তারেক রহমানের পক্ষ থেকে দাবাড়ু নীরকে আর্থিক সহায়তা ধানের শীষের জোয়ার কেউ আটকাতে পারবে না : নবীউল্লাহ নবী শাপলা না দেওয়ার আইনি ব্যাখ্যা দিলে অন্য প্রতীক বিবেচনা করা হবে: নাহিদ বিএনপির তিনশ আসনে একক প্রার্থী; কৌশলগত কারণে পরিবর্তন আসতে পারে ৫০ আসনে তত্ত্বাবধায়কের ভূমিকায় যেতে হবে অন্তর্বর্তী সরকারকে : মির্জা ফখরুল

কমপ্লিট শাটডাউনে বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যানের অপসারণ দাবিতে সারাদেশের মতো পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরেও চলছে কাস্টমস কর্মকর্তা-কর্মচারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি। এর ফলে শনিবার (২৮ জুন) বিকাল পর্যন্ত পুরোপুরি বন্ধ থাকে ভারত-বাংলাদেশের মধ্যকার আমদানি ও রপ্তানি কার্যক্রম।

বাংলাবান্ধা স্থলবন্দর কাস্টমস কার্যালয় খোলা থাকলেও কর্মকর্তা-কর্মচারীরা দাপ্তরিক কার্যক্রম থেকে বিরত রয়েছেন। কেউ কেউ অফিসে এলেও কার্যত কোনো কাজ হচ্ছে না।

বাংলাবান্ধা সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, ‘এই শাটডাউনের কারণে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাবে। পাশাপাশি বেকার হয়ে পড়বে শ্রমিক, ব্যবসায়ী ও বন্দরের সঙ্গে যুক্ত হাজার হাজার মানুষ। দ্রুত কর্মসূচি প্রত্যাহারের দাবি জানাই।’

আমদানি-রপ্তানিকারক গ্রুপের আহ্বায়ক কমিটির সদস্য রাশেদ আলী সরকার বলেন, ‘বন্দরে ১৪৮টি পণ্যবাহী ট্রাক ক্লিয়ারেন্স না পেয়ে আটকে আছে। ব্যবসায়ী, শ্রমিক ও সংশ্লিষ্ট সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দ্রুত সমাধান না হলে কোটি কোটি টাকার রাজস্ব ক্ষতির মুখে পড়বে সরকার।’

বাংলাবান্ধা স্থল শুল্ক স্টেশনের সহকারী রেভিনিউ অফিসার আবু সাঈদ জানান, ‘আমরা কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কর্মসূচি পালন করছি। যাত্রী পারাপার স্বাভাবিক থাকলেও পণ্য আমদানি-রপ্তানি পুরোপুরি বন্ধ। কেন্দ্রীয় সিদ্ধান্ত না আসা পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট