1. info@www.dhanershis.net : ধানের শীষ :
গণঅভ্যুত্থানের ঐক্য বিনষ্ট করতে কিছু মহল অপচেষ্টা করছে : প্রিন্স - ধানের শীষ
শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ০৬:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও মধ্যপন্থা রাজনীতির ভবিষ্যৎ মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা রাজনৈতিক স্থিতিশীলতা হারালে আবারও ওয়ান ইলেভেন সৃষ্টি হবে : খোকন আন্তর্জাতিক সাংবাদিক সংস্থার আত্মপ্রকাশ নেতৃত্বে জয়নাল আবেদীন ও কাজী মনির মালয়েশিয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন ড. মুহাম্মদ ইউনূস জিয়ার মাজারে ড্যাবের শ্রদ্ধাঞ্জলি, নির্বাচন নিয়ে যা বললেন ডা. জাহিদ জনগণকে আবার জাগিয়ে তুলতে হবে: মির্জা ফখরুল জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়ল ইনশাআল্লাহ অতি শিগগিরই আপনাদের সঙ্গে সরাসরি দেখা হবে: তারেক রহমান দ্রুত ‘ইলেকশন অ্যাপ’ চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

গণঅভ্যুত্থানের ঐক্য বিনষ্ট করতে কিছু মহল অপচেষ্টা করছে : প্রিন্স

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, গণঅভ্যুত্থানের ঐক্য বিনষ্ট করতে কোনো কোনো মহল অপচেষ্টা করছে। যে কোনো মূল্যে গণঅভ্যুত্থানের ঐক্য অক্ষুন্ন রেখে প্রয়োজনীয় সংস্কার শেষে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে।

শুক্রবার রাতে ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের পাগলপাড়ায় ৬ নং ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রিন্স।

এ সময় এমরান সালেহ প্রিন্স বলেন, আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী গণঅভ্যুত্থানে তারেক রহমানের অবদানকে যারা অস্বীকার করতে চায় তারা প্রকৃত সত্যকে আড়াল করছে। আওয়ামী সরকারের চরম ফ্যাসিবাদী আচরণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন বারবার হোঁচটের মুখে পড়ছিল, তারেক রহমান তখন বিচক্ষণতার সাথে বিএনপিসহ সকল রাজনৈতিক দলকে এই আন্দোলনে রাজপথে সুসংগঠিত ও সম্পৃক্ত করে এবং গণঅভ্যুত্থানে পরিণত করতে পথ দেখিয়েছিলেন। আন্দোলন চলাকালে তিনি প্রতি মুহূর্ত নিবিড়ভাবে তত্ত্বাবধন করেছেন এবং দিকনির্দেশনা দিয়েছেন।

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের ঐক্য বিনষ্ট করতে কোনো কোনো মহল অপচেষ্টা করছে। যে কোনো মূল্যে গণঅভ্যুত্থানের ঐক্য অক্ষুন্ন রেখে প্রয়োজনীয় সংস্কার শেষে নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। কেননা দ্রুত নির্বাচন জনগণের চাহিদা।

হালুয়াঘাট পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ’র সভাপতিত্বে ও সদস্য সচিব আবদুল আজিজ খানের সঞ্চালনায় কর্মী সমাবেশে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীরসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট