অনলাইন ডেস্ক : সরকারের নির্ধারিত সময়সীমার মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুত হচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের প্রস্তুতি ও রোডম্যাপ নিয়ে আজ নির্বাচন কমিশন অনানুষ্ঠানিক বৈঠকে বসার কথা রয়েছে। ঈদের ছুটি শেষে অফিস খোলার প্রথম দিনেই তারা আজ নির্বাচনি প্রস্তুতির অগ্রগতি জানতে বৈঠক করবেন। তবে সরকারের পক্ষ থেকে সংসদ নির্বাচনের সময়সীমা নিয়ে আনুষ্ঠানিক নির্দেশনা পেলেই ‘কমিশন সভা’ করবে সাংবিধানিক এ সংস্থাটি। ওই বৈঠকে ভোট গ্রহণের তারিখ নির্ধারণ হতে পারে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংসদ নির্বাচনের সময়সীমা নিয়ে গত শুক্রবার যুক্তরাজ্যের লন্ডনের ডরচেস্টার হোটেলে বৈঠক করেন।
বৈঠকে শেষে যৌথ বিবৃতিতে জানানো হয়, তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন খালেদা জিয়াও মনে করেন, ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। প্রধান উপদেষ্টা বলেন- তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও (ফেব্রুয়ারির প্রথমার্ধে) নির্বাচন আয়োজন করা যেতে পারে। সে ক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে।
ইসি সূত্র জানিয়েছে, ভোটার তালিকা তৈরি; নির্বাচনি মালামাল কেনাকাটা; সংসদীয় আসনের সীমানা নির্ধারণ; রাজনৈতিক দলের নিবন্ধন কার্যক্রমের অগ্রগতি জানতে আজ প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার অনানুষ্ঠানিক বৈঠক করবেন। ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়সহ আজকের বৈঠকে নির্বাচন অনুষ্ঠানের সব ধরনের প্রস্তুতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
গতকালই নির্বাচন কমিশন মৌখিকভাবে ইসি সচিবালয়কে নির্দেশনা দিয়েছেন নির্বাচনি প্রস্তুতির অগ্রগতি আজকের বৈঠকে উপস্থাপন করার জন্য। এ ক্ষেত্রে কোনো কাজের অগ্রগতি কতটুকু, তাও স্পষ্ট করে জানাতে বলা হয়েছে। সংসদীয় সীমানা নির্ধারণসংক্রান্ত কিছু জটিলতা থাকলেও তা দ্রুত সমাধান হবে বলে আশা করছে কমিশন।