1. info@www.dhanershis.net : ধানের শীষ :
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল - ধানের শীষ
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১০:১৮ অপরাহ্ন

ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : ইরানের রাজধানী তেহরানের উত্তর-পূর্বাঞ্চলে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা নূর নিউজ জানিয়েছে, এই বিস্ফোরণ ইসরায়েলের হামলার ফল হতে পারে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওস দুইটি সূত্রের বরাতে জানিয়েছে, ইসরায়েলি বিমানবাহিনী ইরানের ভেতর হামলা চালিয়েছে।

ইসরায়েল আনুষ্ঠানিকভাবে হামলার কথা স্বীকার করে বলেছে, ইরানের পরমাণু ও ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র মজুদে তারা ‘অগ্রিম প্রতিরক্ষামূলক হামলা’ চালিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, ভোর ৩টা থেকে ইসরায়েলজুড়ে কেবল জরুরি কাজকর্ম চালু রাখার নির্দেশনা জারি হয়েছে। সব শিক্ষাপ্রতিষ্ঠান, সভা-সমাবেশ ও অপ্রয়োজনীয় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

জেরুজালেম পোস্টের খবর অনুসারে, ইসরায়েল ঘোষণা করেছে তারা ইরানের একাধিক পারমাণবিক স্থাপনায় হামলা শুরু করেছে। ফলে ইরানের পাল্টা হামলার আশঙ্কায় দেশজুড়ে সতর্কতা জারি করা হয়েছে এবং সাইরেন বাজিয়ে জনগণকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

আইডিএফ দাবি করেছে, ইরানের কাছে এত ইউরেনিয়াম মজুদ আছে যা দিয়ে কয়েক দিনের মধ্যে অন্তত ১৫টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। সম্প্রতি ইরান, হিজবুল্লাহ ও হামাসসহ একাধিক মিত্র গোষ্ঠী মিলে ইসরায়েলে ব্যাপক হামলার পরিকল্পনা তৈরি করেছে বলে দাবি করছে ইসরায়েল। বর্তমান পরিস্থিতিকে ‘পেছনে না ফেরার মোড়’ বলে উল্লেখ করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এমন পরিস্থিতির মধ্যে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিরাপত্তা ক্যাবিনেটের বৈঠকে অংশ নিয়েছেন।

এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে পাল্টা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়নি। তবে ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট