1. info@www.dhanershis.net : ধানের শীষ :
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হলেন ঝালকাঠির ড. জিয়া হায়দার - ধানের শীষ
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ১০:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হলেন ঝালকাঠির ড. জিয়া হায়দার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

ধানের শীষ ডেস্ক রিপোর্ট : ঝালকাঠির কৃতি সন্তান বিশ্ব ব্যাংকের সিনিয়র সাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ পদ থেকে সদ্য অবসরে আসা ড. এস.এম জিয়াউদ্দিন হায়দার স্বপনকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মনোনীত করা হয়েছে।

সোমবার বিএনপির সিনিয়র যুগ্মমহামচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে রুহুল কবির রিজভী আশা প্রকাশ করেন যে, ড. জিয়াউদ্দিন হায়দার বিএনপি চেয়ারপার্সনের উপদেস্টা হিসেবে দলের র্সবাঙ্গীন উন্নতি, ঐক্য ও সংহতি রক্ষার্থে নিষ্ঠার সাথে কাজ করবেন।

ড. জিয়াউদ্দিন হায়দাররের জন্ম ঝালকাঠি সদর উপজেলার নৈকাঠি গ্রামে। তার বাবা মরহুম হরমুজ আলী সিনিয়র সহকারী সচিব ছিলেন। জিয়াউদ্দিন হায়দার আশির দশকে বরিশাল জেলা ছাত্রদলের সহসভাপতি এবং শের-ই-বাংলা মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ছিলেন। একজন পেশাদার স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং উন্নয়ন ব্যাক্তিত্ব হিসেবে জিয়া হায়দার এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার ৩৫ দেশে টেকসই স্বাস্থ্য, পুষ্টি ও টেকসই উন্নয়নে ৩০ বছর কাজ করেছেন। সর্বশেষ তিনি ওয়াশিংটন ডিসিতে বিশ্ব ব্যাংকরে একজন সিনিয়র স্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ হিসেবে কাজ করে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে অবসর নিয়েছেন।

তিনি শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস, ফিলিপাইন ইউনিভার্সিটি থেকে খাদ্য ও পুষ্টি পরিকল্পনায় মাস্টার্স, এবং সুইডেনেরে উমিয়া ইউনিভার্সিটি থেকে পুষ্টি ও মহামারীবিদ্যায় পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে ড. জিয়া হায়দার ফিলিপাইন বিশ্ববিদ্যালয়ের একজন অ্যাডজাঙ্কট সহযোগী অধ্যাপক। ড. জিয়া হায়দার করোনা মহামারির সময় তৎকালীন আওয়ামীলীগ সরকারের করোনা মোকাবেলায় ব্যার্থতার ব্যাপক সমালোচনা করে এবং স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে আশু করণীয় নিয়ে দেশীয় এবং আর্ন্তজাতিক মিডিয়ায় লেখালেখি করেন। চার ভাই ও তিন বোনের মধ্যে ড. জিয়া হায়দার সবার বড়। চার ভাইয়ের মধ্যে তিন ভাই চিকিৎসক, এক ভাই শিক্ষক এবং তিন বোনই উচ্চ শিক্ষিত। জিয়া হায়দার ১৯৮৮ সালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। তার মেঝ ভাই অধ্যাপক কামাল উদ্দিন হায়দার শাহীন বর্তমানে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক। সেঝ ভাই অধ্যাপক ডা. খালিদ মাহমুদ শাকিল বর্তমানে ঢাকা শিশু হাসপাতালের শিশু সার্জারীর অধ্যাপক। তিনি ১৯৯৮ সালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। ডা. শাকিল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ছাত্র সংসদের ভিপি এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি ছিলেন। চতুর্থ ভাই ডা. এস.এম আনোয়ার পারভেজ ২০০৪ সালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। তিনিও জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি এবং কলেজ ছাত্র সংসদের জিএস ছিলেন। বর্তমানে আনোয়ার পারভেজ যুক্তরাষ্ট্র প্রবাসী।

ড. জিয়াউদ্দিন হায়দার স্বপন সাংবাদিকদের বলেন, আমাদের এক্টিং চেয়ারম্যান আমার ওপর যে দায়িত্ব অর্পণ করেছেন তা পালনে আমি সচেস্ট থাকবো । দেশে উন্নয়ন কেন্দ্রিক যে নতুন ধারার রাজনীতি জনাব তারেক রহমান প্রবর্তন করেছেন তা তৃনমূল পর্যায় ছড়িয়ে দেয়ার জন্য কাজ করবো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট