1. info@www.dhanershis.net : ধানের শীষ :
দিল্লিতে ছাত্রলীগ কর্মীর হাতে মারধরের শিকার ওবায়দুল কাদের - ধানের শীষ
বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০৪:৩৩ পূর্বাহ্ন

দিল্লিতে ছাত্রলীগ কর্মীর হাতে মারধরের শিকার ওবায়দুল কাদের

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৩৮ বার পড়া হয়েছে

ধানের শীষ ডেস্ক রিপোর্ট : ভারতের রাজধানী দিল্লিতে সোমবার (১৭ ফেব্রুয়ারি ২০২৫) বাংলাদেশ এর নিষিদ্ব সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ভারতে আশ্রয় নেয়া কিছু কর্মীর হাতে মারধরের শিকার হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ও পলাতক ফ্যাসিস্ট হাসিনার মন্ত্রীসভার সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর মাস দুয়েক বাংলাদেশে বিভিন্ন জায়গায় লুকানো অবস্থায় ছিলেন। সুযোগ বুঝে ওবায়দুল কাদের গোপনে ভারতে পালিয়ে যান।

প্রত্যক্ষদর্শীদের মতে, দিল্লির একটি অভিজাত এলাকায় অবস্থানকালে ছাত্রলীগের একদল কর্মী ওবায়দুল কাদেরকে চিহ্নিত করে এবং তার ওপর হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হন এবং দ্রুত দিল্লির একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার অবস্থা বর্তমানে স্থিতিশীল হলেও নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ছাত্রলীগের একাংশের দাবি, ওবায়দুল কাদেরের বিরুদ্ধে দলীয় তহবিলের অপব্যবহার, তসরুপ, কোটা বিরোধী ছাত্র আন্দোলনে উস্কানী এবং ক্ষমতার অপপ্রয়োগের অভিযোগ রয়েছে। তাদের মতে, এসব কর্মকাণ্ডের জন্যই তারা তার বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে। তবে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃত্ব এই হামলার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে এবং ঘটনার সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছে। দিল্লি পুলিশ জানিয়েছে, “আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট