1. info@www.dhanershis.net : ধানের শীষ :
ফেব্রুয়ারি পর্যন্ত বাড়লো ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি চুক্তি - ধানের শীষ
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১১:৩০ পূর্বাহ্ন

ফেব্রুয়ারি পর্যন্ত বাড়লো ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি চুক্তি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : লেবানন ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ ১৮ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। মার্কিন যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষণে এই চুক্তি কার্যকর থাকবে।

নভেম্বর মাসে হওয়া চুক্তি অনুযায়ী ইসরায়েলের সেনাদের ২৮ জানুয়ারি, রবিবার, স্থানীয় সময় রাত ২টার মধ্যে লেবানন থেকে প্রত্যাহারের কথা ছিল। তবে ওই দিন দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের গুলিতে ২২ জন নিহত হয়েছেন এবং আরও ১২৪ জন আহত হন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, মানুষ যখন তাদের বাড়িতে ফিরতে চেষ্টা করছিল, তখন ইসরায়েলি বাহিনী গুলি চালায়। এতে প্রাণহানি ও আহতের সংখ্যা বাড়ে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহু দেরির জন্য লেবাননকেই দায়ী করেছেন। তিনি দাবি করেন, হিজবুল্লাহ এখনও সীমান্ত এলাকা থেকে যথেষ্ট পরিমাণে পিছু হটেনি। তবে লেবানন এই অভিযোগ অস্বীকার করেছে এবং ইসরায়েলকে চুক্তির শর্ত মেনে চলার আহ্বান জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট