1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
বিএনপির প্রতিটি ইউনিটকে সাধারণ মানুষের দোরগোড়ায় যেতে হবে: কবির ভূইয়া - ধানের শীষ
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ, অন্তর্বর্তী সরকার ও সংবিধানিক ভারসাম্য: একটি রাজনৈতিক বিশ্লেষণ হাসিনার ফ্যাসিবাদী যাত্রা শুরু হয় ২৮ অক্টোবরের রক্তাক্ত তাণ্ডব দিয়ে : রিজভী বিভ্রান্তিকর গণভোট বনাম বিএনপি ঘোষিত ৩১ দফা; বাংলাদেশের গণতান্ত্রিক পুনর্গঠনের দ্বন্দ্ব, দিকনির্দেশনা ও ভবিষ্যৎ প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা ব্রাহ্মণবাড়িয়া জেলার অতীত ও বর্তমান ঐতিহ্য : জ্ঞান, নেতৃত্ব ও সামাজিক বিকাশের এক ঐতিহাসিক বিশ্লেষণ দেশের সব ক্রান্তিকালে জিয়া পরিবার হাল ধরেছে : আমান বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূতের যোগদান এবং আগামীর বাংলাদেশ ভাবনা গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই এগিয়ে যাবে বাংলাদেশ: ফখরুল ২৩ নভেম্বর ফিরছেন তারেক রহমান দেশকে এগিয়ে নিয়ে যেতে এখন নির্বাচিত সরকার প্রয়োজন : ফখরুল

বিএনপির প্রতিটি ইউনিটকে সাধারণ মানুষের দোরগোড়ায় যেতে হবে: কবির ভূইয়া

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৫০২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : ভূইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য কবির আহমেদ ভূইয়া বলেন, ‘বিএনপির প্রতিটি ইউনিটকে সাধারণ মানুষের দোরগোড়ায় যেতে হবে। তাদের কাছে দেশ নায়ক তারেক রহমানের সালাম পৌঁছাতে হবে। শ্লোগান হবে শুধু তারেক রহমানের। তিনি যে হ্যামিলনের বাঁশিওয়ালা দেশে আসলে তা প্রমাণিত হবে। মানুষ বুঝতে পারবে উনি কে। গাজিপুর থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত তিলধারণের জায়গা থাকবে না।’

রবিবার (২৯ ডিসেম্বর) রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন উপলক্ষে আয়োজিত এক প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।

কবির আহমেদ ভূইয়া বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া একটি অবহেলিত জেলা। এখানে বড় বড় লোকের জন্ম হয়, কিন্তু আমরা মূল সমস্যা চিহ্নিত করে তা সমাধান করতে পারিনি। জেলায় উন্নয়নের জন্যে কিছুই করতে পারিনি। ব্রাহ্মণবাড়িয়া জেলার মাটির নিচে গ্যাসের খণি রয়েছে। এই জেলায় দুইটি গ্যাস খণি রয়েছে। দেশের গ্যাসের চাহিদা এই জেলা পূরণ করে থাকে। এছাড়াও দুটি বন্দর রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া রত্নগর্ভা জেলা।’

তিনি আরও বলেন, নেতাকর্মীদের জন্যে আগামী জেলা বিএনপির সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত ১০ বছর ধরে কোন সম্মেলন হয়নি। দীর্ঘ সম্মেলন না হওয়ার কারণে সংগঠনে গুনে ধরে গিয়েছিল। ঘরে বসে কমিটি বানিয়ে নেতা হয়ে গেছে। দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় বগুড়া মডেলের কাউন্সিল করে যোগ্য নেতৃত্ব আগামীতে আসতে পারে সেই লক্ষ্যে আপনাদের নিয়ে কাজ করে যাচ্ছি। আগামী নেতৃত্ব এই জেলায় উন্নয়নেও ভূমিকা রাখবে।

এসময় জেলা বিএনপির আহবায়ক আব্দুল মান্নান ও সদস্য সচিব সিরাজুল ইসলাম সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট