1. info@www.dhanershis.net : ধানের শীষ :
আদালতের রায়ে প্রমাণিত হলো তারেক রহমানের বিরুদ্ধে সকল মামলা মিথ্যা - ধানের শীষ
বুধবার, ২৩ জুলাই ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন

আদালতের রায়ে প্রমাণিত হলো তারেক রহমানের বিরুদ্ধে সকল মামলা মিথ্যা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ১৪০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : বহুল আলোচিত-সমালোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামি উচ্চ আদালত থেকে খালাস পাওয়ার ঘটনাকে ঐতিহাসিক এবং বিজয়ে মাস ডিসেম্বরে ন্যায়বিচার হিসেবে অভিহিত করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।

রবিবার ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান এক বিবৃতিতে বলেন, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ ২১ আগস্ট মামলা নিয়ে ঘোষিত রায়ে প্রমাণিত হয় যে, তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা মিথ্যা এবং রাজনৈতি উদ্দেশ্যপ্রণোদিত।

নেতৃদ্বয় বলেন, শুধুমাত্র জিয়া পরিবারের প্রতি হিংসার বশবর্তী হয়ে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে তারেক রহমানকে অভিযুক্ত করেছিল। তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ থেকে তিনি আইনগতভাবে মোকাবিলা করে উচ্চ আদালত থেকে বেকসুর খালাস পেয়েছেন। যা অত্যন্ত খুশির খবর বলেই মনে করি। ঐতিহাসিক এ রায়ের মধ্য দিয়ে আবারও প্রমাণিত হলো, তারেক রহমানের বিরুদ্ধে আনীত সব মামলাই রাজনৈতিক ষড়যন্ত্রমূলক।

তারা বলেন, আওয়ামী লীগ সরকারের সাজানো ও পরিকল্পিত ঘটনা ছিল একুশে আগস্ট গ্রেনেড হামলা। পরবর্তীতে তারেক রহমানসহ বিএনপির অনেক নেতাকর্মীকে মিথ্যাভাবে মামলা দিয়ে আসামি করা হয়েছিল। হাইকোর্ট সেই মিথ্যা মামলায় তারেক রহমানসহ সব আসামিকে বেকসুর খালাস দিয়েছেন।

ইউট্যাবের শীর্ষ দুই নেতা আরও বলেন, স্বৈরাচার শেখ হাসিনার সরকার তারেক রহমানকে জেলে পাঠাতে একের পর এক মিথ্যা মামলা দিয়েছে। এমনকি তড়িঘড়ি করে সাজাও দিয়েছে। আমরা অবিলম্বে তারেক রহমানের নামে দায়েরকৃত সব মামলা প্রত্যাহার এবং বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নিতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট