1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
নির্বাচন কার্যক্রম দৃশ্যমান চায় বিএনপিসহ সমমনারা - ধানের শীষ
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০১:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশের সব ক্রান্তিকালে জিয়া পরিবার হাল ধরেছে : আমান বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূতের যোগদান এবং আগামীর বাংলাদেশ ভাবনা গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই এগিয়ে যাবে বাংলাদেশ: ফখরুল ২৩ নভেম্বর ফিরছেন তারেক রহমান দেশকে এগিয়ে নিয়ে যেতে এখন নির্বাচিত সরকার প্রয়োজন : ফখরুল তারেক রহমানের পক্ষ থেকে দাবাড়ু নীরকে আর্থিক সহায়তা ধানের শীষের জোয়ার কেউ আটকাতে পারবে না : নবীউল্লাহ নবী শাপলা না দেওয়ার আইনি ব্যাখ্যা দিলে অন্য প্রতীক বিবেচনা করা হবে: নাহিদ বিএনপির তিনশ আসনে একক প্রার্থী; কৌশলগত কারণে পরিবর্তন আসতে পারে ৫০ আসনে তত্ত্বাবধায়কের ভূমিকায় যেতে হবে অন্তর্বর্তী সরকারকে : মির্জা ফখরুল

নির্বাচন কার্যক্রম দৃশ্যমান চায় বিএনপিসহ সমমনারা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ২০২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : আগামী জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম দৃশ্যমান করা এবং দ্রুত নির্বাচন আয়োজনের জন্য ঐক্যমতে পৌঁছেছে বিএনপি ও সমমনারা। এজন্য যতটুকু সংস্কার প্রয়োজন তা অতিদ্রুত করতে অন্তর্বর্তীকালীন সরকারকে তাগিদও দিয়েছেন তারা।

বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সমমনাদের সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির নেতৃবৃন্দের বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয় বলে সূত্রে জানা গেছে।

বৈঠকে বিএনপির পক্ষে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু উপস্থিত ছিলেন।

এদিন বিকাল সাড়ে ৪টায় গণফোরামের নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপির লিয়াজোঁ কমিটির সদস্যরা। এতে গণফোরামের চেয়ারম্যান মোস্তফা মোহসীন মন্টু, কো-চেয়ারম্যান সুব্রত চৌধুরী, এসএম আলতাফ হোসেন, সদস্য সচিব মিজানুর রহমান, সমন্বয়ক কমিটির সদস্য জগলুল হায়দার আফ্রিক, মহিউদ্দিন আবদুল কাদের, আব্দুল হাসিব চৌধুরী, মোশতাক আহমেদ, সুরাইয়া বেগম এবং শাহ নুরুজ্জামান উপস্থিত ছিলেন।

বিকাল সাড়ে ৫টায় গণঅধিকার পরিষদের একাংশের সঙ্গে বৈঠক করে বিএনপি। বৈঠকে গণঅধিকার পরিষদের আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মসিউজ্জামান, সদস্য সচিব ফারুক হাসান, উচ্চতর পরিষদ সদস্য ব্যারিস্টার জিসান মহসীন, ইঞ্জিনিয়ার এস ফাহিম, সাদ্দাম হোসেন, যুগ্ম সদস্য সচিব তারেক রহমান, সদস্য ইমামউদ্দিন উপস্থিত ছিলেন।

পরে সন্ধ্যা ৬টায় এনডিএম’র নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন বিএনপির নেতারা। বৈঠকে এনডিএম’র চেয়ারম্যান ববি হাজ্জাজ, মহাসচিব মোমিনুল আমিন, উচ্চ পরিষদ সদস্য হুমায়ুন পারভেজ, ভাইস চেয়ারম্যান ফারুক-উজ-জামান চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব সৈয়দ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার শাহেদুল আজম, দপ্তর সম্পাদক জাবেদুর রহমান জনি উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট