1. info@www.dhanershis.net : ধানের শীষ :
নাহিদসহ তিন সমন্বয়ক ডিবি হেফাজতে - ধানের শীষ
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৮:০২ অপরাহ্ন

নাহিদসহ তিন সমন্বয়ক ডিবি হেফাজতে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৭ জুলাই, ২০২৪
  • ১৭২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ককে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপি-ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে তাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি শুক্রবার রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

ডিবি হেফাজতে থাকা তিন সমন্বয়ক হলেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের।

এর আগে সন্ধ্যা সোয়া ৭টায় সমন্বয়ক সারজিস আলম নিজের ফেসবুক টাইমলনে তিন সমন্বয়ককে হাসপাতাল থেকে সাদা পোশাকে তুলে নেওয়ার অভিযোগ করেন। পরে তিনি গণমাধ্যমকেও বিষয়টি নিশ্চিত করেন।

সারজিস আলম জানান, চিকিৎসাধীন থাকা কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে শুক্রবার বিকালে রাজধানীর গণস্বাস্থ্য কেন্দ্র থেকে তুলে নেওয়া হয়েছে।

কোটা সংস্কার আন্দোলনকারীরা দাবি আদায়ে সারাদেশে কমপ্লিট শাটডাউন (সর্বাত্মক অবরোধ) কর্মসূচি দেওয়ার পর ১৯ জুলাই মধ্যরাতে খিলগাঁওয়ের নন্দীপাড়ায় এক বন্ধুর বাসা থেকে নাহিদকে তুলে নেওয়া হয়েছিল। এক দিন পর পূর্বাচল এলাকায় তাঁকে ফেলে যাওয়া হয়। নাহিদের শরীরের বিভিন্ন স্থানে ছিল আঘাতের চিহ্ন। এরপর থেকে তিনি এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অপর দুই সমন্বয়ক আসিফ ও বাকেরকেও এর মধ্যে ১৯ জুলাই তুলে নেওয়া হয়েছিল। পাঁচ দিন পর তাদের দুজনকে চোখ বাঁধা অবস্থায় যেখান থেকে তুলে নেওয়া হয়েছিল, সেখানে ফেলে যাওয়া হয়। এরপর থেকে আসিফও এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর সঙ্গে থাকছিলেন বাকের।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট