1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
জাতীয় ঐক্য সৃষ্টির মাধ্যমে পলাশীর শিক্ষাকে কাজে লাগাতে হবে: ইয়াছিন আরাফাত - ধানের শীষ
শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১২:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
নির্বাচনের দিন ছাড়া গণভোটের সিদ্ধান্ত মানবে না বিএনপি: মির্জা ফখরুল এদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফিরে আসার সুযোগ নেই জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ, অন্তর্বর্তী সরকার ও সংবিধানিক ভারসাম্য: একটি রাজনৈতিক বিশ্লেষণ হাসিনার ফ্যাসিবাদী যাত্রা শুরু হয় ২৮ অক্টোবরের রক্তাক্ত তাণ্ডব দিয়ে : রিজভী বিভ্রান্তিকর গণভোট বনাম বিএনপি ঘোষিত ৩১ দফা; বাংলাদেশের গণতান্ত্রিক পুনর্গঠনের দ্বন্দ্ব, দিকনির্দেশনা ও ভবিষ্যৎ প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা ব্রাহ্মণবাড়িয়া জেলার অতীত ও বর্তমান ঐতিহ্য : জ্ঞান, নেতৃত্ব ও সামাজিক বিকাশের এক ঐতিহাসিক বিশ্লেষণ দেশের সব ক্রান্তিকালে জিয়া পরিবার হাল ধরেছে : আমান বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূতের যোগদান এবং আগামীর বাংলাদেশ ভাবনা গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই এগিয়ে যাবে বাংলাদেশ: ফখরুল

জাতীয় ঐক্য সৃষ্টির মাধ্যমে পলাশীর শিক্ষাকে কাজে লাগাতে হবে: ইয়াছিন আরাফাত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ২৫২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত বলেছেন, জাতীয় ঐক্য সৃষ্টির মাধ্যমে পলাশীর শিক্ষাকে কাজে লাগাতে হবে।

তিনি বলেন, আমরা পরিপূর্ণ স্বাধীনতা নিয়ে বিশ্বের দরবারে মাথা উচু করে বাঁচতে চাই। নিছক রাজনৈতিক কারণে দেশের জনগণকে বিভক্ত নয়; বরং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্য সৃষ্টির মাধ্যমে পলাশীর ঘটনাকে পুনর্মূল্যায়ন করে এর শিক্ষাকে কাজে লাগাতে হবে।

রবিবার ছাত্রশিবির কুমিল্লা মহানগর শাখা কর্তৃক আয়োজিত পলাশী দিবসের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহানগর সভাপতি নয়ন হোসেনের সভাপতিত্বে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে ইয়াছিন আরাফত বলেন, ১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর আম্র কাননে বাংলার স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করার মধ্যমে বাঙালি তথা মুসলমানদের শোচনীয় পরাজয় ঘটেছিল। নবাবের পরাজয়ের মাধ্যমে বাংলা প্রায় ১৯০ বছরের জন্য স্বাধীনতা হারায় এবং ভারত বর্ষে ইংরেজ শাসন প্রতিষ্ঠার পথ সূচিত হয়। প্রায় দুইশত বছরের পরাধীনতা থেকে মুক্ত হয়ে আমরা আর কোনো দাসত্বের শৃংখলে আবদ্ধ হতে চাই না।

তিনি আরও বলেন, সেদিনকার মীর জাফরের উত্তরসূরীরা আজও আমাদের লাল সবুজের পতাকাকে ভুলন্ঠিত জন্য উঠে পড়ে লেগেছে। ব্যক্তি স্বার্থ ও ক্ষমতার জন্য স্বজাতির সাথে বেঈমানী করছে। সংখ্যাধিক্যের মতামতকে উপেক্ষা করে ক্ষমতার মেওয়া লাভের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য নিজ দেশের মানুষের বুকে গুলি চালাচ্ছে। দেশের সম্পদ লুটেপুটে খাচ্ছে। ক্ষমতার লোভে দেশের স্বর্বভোমত্বের প্রশ্নে অন্য রাষ্ট্রের সাথে আপোষ করছে। নিছক রাজনৈতিক স্বর্থ চরিতার্থ করার জন্য জনগণকে বিভক্তির দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আমরা মনে করি এসবই দেশের সাথে, দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকা। এসব বিশ্বাস ঘাতকদের ব্যাপারে আমাদেরকে সজাগ ও সতর্ক থাকতে হবে। ২৩ জুন পলাশী দিবস মুসলিম জাতির এক কলঙ্কজনক অধ্যায়। আর কোন পলাশী যেন বাংলার মাটিতে না ঘটে সে জন্য তরুণ ও ছাত্র সমাজকে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে হবে।

চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখা ঐতিহাসিক পলাশী দিবস উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করে ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখা। এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. আজম ওবায়েদুল্লাহ।

খুলনা মহানগর শাখা ঐতিহাসিক পলাশী দিবস উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করে ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগর শাখা। আয়োজনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগরী জামায়াতের আমির অধ্যাপক মাহফুজুর রহমান।

নোয়াখালী জেলা উত্তর শাখা ঐতিহাসিক পলাশী দিবস উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করে ইসলামী ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তর শাখা। আয়োজনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইউবী।

খুলনা জেলা উত্তর শাখা ঐতিহাসিক পলাশী দিবস উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করে ছাত্রশিবির খুলনা জেলা উত্তর শাখা। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলাম।

এছাড়াও সারাদেশের বিভিন্ন শাখা পলাশী দিবসের আলোচনা সভার আয়োজন করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট