1. info@www.dhanershis.net : ধানের শীষ :
‘কালো টাকা সাদা করার সুযোগ ঘুস-দুর্নীতিকে আরও উৎসাহিত করবে’ - ধানের শীষ
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৪:০০ পূর্বাহ্ন

‘কালো টাকা সাদা করার সুযোগ ঘুস-দুর্নীতিকে আরও উৎসাহিত করবে’

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৯ জুন, ২০২৪
  • ২০৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অপ্রদর্শিত আয় তথা কালো টাকা সাদা করার সুযোগ দেশে ঘুস-দুর্নীতিকে আরও উৎসাহিত করবে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান শরিক ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ।

শনিবার বিকেলে রাজধানীর মতিঝিলে এনপিপি চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে দলের কেন্দ্রীয় কমিটির এক জরুরি সভায় সভাপতির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

ফরিদুজ্জামান ফরহাদ বলেন, এই বাজেট জনগণকে ফোকলা বানানোর বাজেট। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রাও বাস্তবসম্মত নয়। এ বাজেটে জাতীয় ঋণের বোঝা আরও বৃদ্ধি পাবে।

তিনি আরও বলেন, প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে। এটা দেশে ঘুষ-দুর্নীতিকে আরও উৎসাহিত করবে। দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ তলানিতে গিয়ে ঠেকার উপক্রম হয়েছে। মুদ্রাস্ফীতির ফলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ আজ দিশাহারা। প্রস্তাবিত এ বাজেট দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে কোনো ভূমিকা রাখবে না, বরং নতুন করে বহু জিনিসপত্রের দাম বাড়বে।

সভায় আরও বক্তব্য রাখেন দলের মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, প্রেসিডিয়াম সদস্য নবী চৌধুরী, যুগ্ম মহাসচিব মো. ফরিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. ফখরুজ্জামান, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট ফরিদ, সহদপ্তর সম্পাদক লুৎফর রহমান, ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট