1. info@www.dhanershis.net : ধানের শীষ :
বিএনপি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে: মঈন খান - ধানের শীষ
শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০৩:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
খায়রুল হকের বিরুদ্ধে ব্যবস্থায় সরকারকে ধন্যবাদ বিএনপির প্রকাশ্যে গুলির নির্দেশ দেন হাসিনা ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের দাবিতে মাঠে নামার কথা ভাবছে বিএনপি পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে : প্রধান উপদেষ্টা মাইলস্টোন ট্রাজেডি : আহতদের সেবায় ঢাকা মেডিকেলে ছাত্রদলের ‘ননস্টপ সার্ভিস’ সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক গ্রেফতার মাইলস্টোন ট্র্যাজেডি: হতাহতদের জন্য বিএনপির দোয়া মাহফিল দল নিবন্ধনে ১৫ দিনের মধ্যে শর্তপূরণ না করলে আবেদন বাতিল বিমান দুর্ঘটনায় হতাহতের সঠিক সংখ্যা প্রকাশ করতে হবে: নাহিদ ইসলাম দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক

বিএনপি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে: মঈন খান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ২১৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, তার দল জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য রাজনীতি করে। দেশের মানুষ বর্তমান সরকারকে প্রত্যাখ্যান করেছে বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার বিকালে মুন্সীগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে শহরের একটি কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মঈন খান এসব বলেন।

মঈন খান বলেন, ‘আমরা জিয়ার আদর্শের রাজনীতি করি। খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে রাজনীতি করি। আমরা তিনটি নির্দেশ পালন করলে আমাদেরকে আর কেউ ঠকাতে পারবে না। বিএনপি বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে চায়। জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য বিএনপি রাজনীতি করে। ভোটের অধিকার, অর্থনীতির শোষণ থেকে মুক্ত করার, আইনের শাসন ফিরিয়ে আনার জন্যই আমরা রাজনীতি করি।’

বিএনপির অন্যতম এই শীর্ষনেতা বলেন, ‘ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়- এটা বিএনপিই প্রমাণ করেছে। দেশের মানুষ এই সরকারকে প্রত্যাখ্যান করেছে। আগামীতে আর প্রহসনের নির্বাচন দিতে পারবে না এই সরকার।’

ড. মঈন খান বলেন, ‘বিক্রমপুর একটি ঐতিহ্যের নাম। বাংলাদেশের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে ১৯৭৯ সালে সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন এখানকার আব্দুল হাই।’

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মো. কামরুজ্জামান রতনের সভাপতিত্বে আরো বক্তব্য দেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু, ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো এবং কাজী সাইয়েদুল আলম বাবুল।

এছাড়াও আলোচনা করেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মহিউদ্দিন, মো. শাহজাহান খান, আলী আজগর রিপন মল্লিক, এ কে এম ইরাদত মানু, শহিদুল ইসলাম শাহিন প্রমুখ।

অনুষ্ঠানে কারামুক্ত নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়।

আলোচনা শেষে ইফতারের আগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানরাসহ সব মুসলিম জাতির জন্য দোয়া করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট