অনলাইন ডেস্ক : ভারতের পণ্য বর্জনের আহ্বান জানিয়ে বাংলাদেশের ভারতের সবচেয়ে বড় পণ্য আওয়ামী লীগকেও বর্জন করতে হবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের (একাংশ) সভাপতি নুরুলহক নুর।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ যুব অধিকার পরিষদ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
এদিন বিকালে জাতীয় প্রেসকাবের সামনে- দ্রবমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, জনবিচ্ছিন্ন অবৈধ সরকারের নতজানু পররাষ্ট্রনীতি ও সীমান্তে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য নিহতের প্রতিবাদে গণবিক্ষোভ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। কর্মসূচির অংশ হিসেবে প্রেসক্লাব থেকে একটি মিছিল বের হয়। সেখান থেকে বিজয়নগর পানিরট্যাংকির মোড়ে গিয়ে শেষ হয়।
গণবিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুলহক নুর বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে ভারতের কাছে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে বিকিয়ে দিয়েছে। এই দেশের আইনশৃঙ্খলা বাহিনী থেকে প্রশাসন, সাংবাদিক,বুদ্ধিজীবী সর্বমহলে ভারতীয় এজেন্ট রয়েছে। এদেশে সবচেয়ে বড় ভারতীয় পণ্য আওয়ামীলীগ। তাই আওয়ামী লীগকেও বর্জন করুন, রাজপথে নামুন।
গণতন্ত্রের বিজয় অনিবার্য উল্লেখ করে নুর বলেন, ১০ ডিসেম্বর, ২৮ জুলাই, ২৮ অক্টোবরের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে নতুন কৌশলে রাজপথে আন্দোলন গড়ে তুলতে হবে। আমরাই জয়ী হবো।
দেশে একসঙ্গে দুটো সংসদ রয়েছে উল্লেখ করে নুর বলেন, ‘এই অবৈধ সংসদের অধিবেশন ডাকা হলে আমরা সংসদ অভিমূখে কর্মসূচি দিবো। জনগণের গণআন্দোলনেই সরকারের পতন হবে, ইনশাআল্লাহ।’