নিজস্ব প্রতিবেদক : ১৭ই অক্টোবর শুক্রবার। সকাল সাড়ে সাত ঘটিকা শুরু হয়েছে ৩১৫ বি৩ লায়ন্স ইন্টারন্যাশনাল এর বাৎসরিক গ্রান্ড র্যালি।
এই গ্র্যান্ড রেলিটি আগারগা মহিলা পলিটেকনিক্যাল থেকে শুরু হয়ে। পর্যটন কর্পোরেশনের অফিসের সামনে শেষ হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্যাট এরিয়া লিডার লায়ন্স কাজে সাইফুল ইসলাম সোহেল। লায়ন্স ইন্টারন্যাশনাল এর এই গ্র্যান্ড রিলিটি উদ্বোধন করেন লায়ন্স ইন্টারন্যাশনাল আইডি (২০২৬-২৭) নাজমুল হক। উক্ত র্যালীতে আরো উপস্থিত ছিলেন ৩১৫ বি৩ জেলা গভর্নর লায়ন্স মাসুদুজ্জামান মাসুদ, সেকেন্ড ভাইস গভর্নর ডাক্তার লায়ন্স মাজহারুল ইসলাম দোলন, কেবিনেট সেক্রেটারি লায়ন্স মোহাম্মদ শহিদুল ইসলাম শহীদ, নবনির্বাচিত লায়ন্স হাসপাতালের গবর্ণিং বোর্ডিংয়ের মেম্বার (২০২৬-২৭) লায়ন্স আব্দুল্লাহ খালিদ এবং লায়ন্স আবুল বাশার মিন্টু, জয়েন্ট ট্রেজারার লায়ন মোঃ রবিউল ইসলাম, লিও ক্লাব চেয়ারম্যান মোঃ সাদেক হোসেন, লিউ ক্লাব ইয়ুথ এক্সচেঞ্জ কো চেয়ারম্যান ফ্লাইট ইঞ্জিনিয়ার বদিউজ্জামান, আমিনবাজারের বিশিষ্ট ব্যবসায়ী লায়ন্স ক্লাব অফ ধোলাইখালের ভাইস প্রেসিডেন্ট কামাল হোসেন, লাইন্স ক্লাব ও ধোলাইখালের দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট আব্দুল মান্নান মুন্না, লায়ন্স মমতাজুর রহমান সাকির, লিও ক্লাব প্রেসিডেন্ট লিও শাওন আলামিন। এছাড়াও এই গ্র্যান্ড র্যালিতে কয়েক হাজার লায়ন এবং লিও অংশগ্রহণ করেন।