নিজস্ব প্রতিবেদক : মানবতার সেবাকে অঙ্গীকার করে বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের (বিএলএফ) ৪৯তম বার্ষিক সাধারণ সভা ও লায়ন্স ইন্টারন্যাশনাল ৩১৫ এর বোর্ড অফ ডিরেক্টরি নির্বাচন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৩টায় রাজধানীর আগারগাঁওস্থ ব্লু-স্কাই কনভেনশন সেন্টারে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এ কার্যক্রম।
সভায় উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট লায়ন নেতৃবৃন্দ, সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং অসংখ্য সদস্য। মানবকল্যাণ ও সমাজসেবায় লায়ন্স ফাউন্ডেশনের দীর্ঘ পথচলার পাশাপাশি আগামীর কার্যক্রমকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
বোর্ড অফ ডিরেক্টর নির্বাচনের শুভ উদ্বোধন করেন ইন্টারন্যাশনাল আইডি লায়ন মোহাম্মদ নাজমুল হক। নির্বাচন কমিশনার ছিলেন লায়ন মোহাম্মদ খোরশেদ আলম। নির্বাচন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ছিলেন রেজাউল করিম ঝুনু, নির্বাচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাল্টিপল কাউন্সিল চেয়ারম্যান নয়ন মোহাম্মদ আশরাফ আলী হীরা ও তার সহধর্মীনি নাঈম ইন্টারন্যাশনালের গেট এরিয়া লিডার সাইফুজ্জামান সোহেল। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ৩১৫ জেলা গভর্নর লায়ন মোহাম্মদ মাসুদুজ্জামান মাসুম। অনুষ্ঠানে সম্মানিত লায়নবৃন্দ অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশে ভোট প্রদান করে,আগামী ২০২৫ থেকে ২৭ সাল পর্যন্ত ইন্টারন্যাশনাল ৩১৫ এর বোর্ড অফ ডিরেক্টরি ১৪ জন সদস্যকে নির্বাচিত করেন। ৩১৫ বি ৩ যোগ্য কর্মঠ সৎ সকলের আস্থাভাজন.নিরলস নিবেদিত প্রাণ লায়ন মোহাম্মদ আব্দুল্লাহ খালেদ এবং মোহাম্মদ আবুল বাশার মিন্টু নির্বাচিত হন. লায়ন্স ৩১৫ বি৩ সকল লায়ন এবং লিওবৃন্দ তাদের কাছে আগামী দুই বছর ৩১৫ বি ৩ কে আরো বেশি কর্মদক্ষ করবে, এই প্রত্যাশায় লায়ন ইন্টারন্যাশনাল ৩১৫ বি৩ এর সকল সদস্যরা।