নিজস্ব প্রতিবেদক : দায়িত্ব গ্রহণ করেছেন লায়ন জেলা ৩১৫ বি ৩ বাংলাদেশের লিও নেতৃবৃন্দ, লায়ন জেলার ৩১৫ বি ৩ জেলা গভর্নর উপস্থিত থেকে লিও ডিস্ট্রিক্ট এর নবনির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব বুঝিয়ে দেন। নবনির্বাচিত লিও ক্লাব চেয়ারম্যান হলেন লায়ন মোঃ সাদেক হোসেন, ইয়ুথ ক্যাম এন্ড এক্সচেঞ্জ চেয়ারম্যান লায়ন মোহাম্মদ সরোয়ার জাহান সোহেল, লিও স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ শহিদুল ইসলাম দীপু, লিও ক্লাব প্রেসিডেন্ট লিও মোহাম্মদ শাওন আল আমিন, লিও ক্লাব ১ ভাইস প্রেসিডেন্ট লিও মেহেদী হাসান, লিও ক্লাব ২ ভাইস প্রেসিডেন্ট লিও মোহাম্মদ ফাহিম, লিও ক্লাব ৩ লিও রাজিব চন্দ্র সরকার, লিও ক্লাব ৪ ভাইস প্রেসিডেন্ট লিও সুইটি আক্তার, লিও ক্লাব ৫ ভাইস প্রেসিডেন্ট লিও বেলায়েত হোসেন, লিও ক্লাব ৬ ভাইস প্রেসিডেন্ট লিও সাজ্জাদ কবির সাগর, ডিস্ট্রিক্ট সেক্রেটারি লিও উম্মে হাবিবা পুমা, ডিস্ট্রিক্ট ট্রেজারার লিও মহিবুর রহমান সাদ। অনুষ্ঠানে জেলা গভর্নর লায়ন মোহাম্মদ মাসুদুজ্জামান মাসুম লিও ডিস্ট্রিক্ট এর নবনির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব বুঝিয়ে দেন।