নিজস্ব প্রতিবেদক : আজ ২৩ শে সেপ্টেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ লায়ন্স ডিষ্টিক্ট অফিস আগারগাঁও এ লায়ন জেলা ৩১৫ বি ৩ বাংলাদেশ এর নেতৃবৃন্দ দায়িত্ব গ্রহণ করবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জেলা ৩১৫ বি ৩ এর জেলা গভর্নর লায়ন মাসুদুজ্জামান মাসুম, উপস্থিত থাকবেন ১ম ভাইস জেলা গভর্নর ইঞ্জিনিয়ার ফেরদৌস হাসান বানী। এছাড়া উপস্থিত থাকবেন নব নির্বাচিত দ্বিতীয় ভাইস জেলা গভর্ণর লায়ন প্রফেসর মাজহারুল ইসলাম দোলন। উপস্থিত থাকবেন ডিজি টিম এর নবনিযুক্ত ক্যাবিনেট সেক্রেটারি লায়ন মোহাম্মদ শহিদুল ইসলাম ও ক্যাবিনেট ট্রেজারার লায়ন মোস্তফা কবির। সকল জেলার মধ্যমণি মাল্টিপল জেলা ৩১৫ এর সম্মানিত মাল্টিপল কাউন্সিল চেয়ারম্যান লায়ন আশরাফ হোসেন খান হিরা এর উপস্থিতিতে জেলা ৩১৫ বি ৩ এর নেতৃবৃন্দ দায়িত্ব গ্রহণ করবেন। অনুষ্ঠানটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন লায়ন নাদিরা বেগম মল্লিকা। উপস্থিত থাকবেন অনুষ্ঠানের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সাদেক হোসেন। অনুষ্ঠানে ৩১৫বি ৩এর সকল লায়ন নেতৃবৃন্দকে উপস্থিত থেকে অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত করার জন্য অনুরোধ জানানো হয়।