1. info@www.dhanershis.net : ধানের শীষ :
চলতি বছর এসএসসিতে কুমিল্লা বোর্ডে শীর্ষে ব্রাহ্মণবাড়িয়া, পিছিয়ে চাঁদপুর - ধানের শীষ
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৭:০২ অপরাহ্ন
সর্বশেষ :
চলতি বছর এসএসসিতে কুমিল্লা বোর্ডে শীর্ষে ব্রাহ্মণবাড়িয়া, পিছিয়ে চাঁদপুর ‘অপরাধী যেই হোক, তার স্থান কখনোই আইন ও ন্যায়বিচারের ঊর্ধ্বে হতে পারে না’ ফেব্রুয়ারিতে নির্বাচন প্রস্তুতিতে রাজনৈতিক দলগুলো নির্বাচনি তদন্ত কমিটির কার্যক্রম তদারকিতে ইসি’র কমিটি ১৮ বিচারককে অবসরে পাঠাল সরকার এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত তারেক রহমানের নির্দেশে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রদল নেতারা গুম সংক্রান্ত কমিশনে নিখোঁজ ২০০ ব্যক্তির তথ্য হস্তান্তর এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ আজ, যেভাবে জানা যাবে মৌলিক সংস্কার বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছে সরকার : অর্থ উপদেষ্টা

চলতি বছর এসএসসিতে কুমিল্লা বোর্ডে শীর্ষে ব্রাহ্মণবাড়িয়া, পিছিয়ে চাঁদপুর

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষাবোর্ডের আওতাধীন ছয় জেলার মধ্যে পাসের হারে সবচেয়ে ওপরে আছে ব্রাহ্মণবাড়িয়া জেলা। সবচেয়ে নিচে অবস্থান চাঁদপুর জেলার।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শামছুল ইসলাম ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ওই ফলাফলের বিবরণীতে এসব তথ্য জানা গেছে।

কুমিল্লা শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছর কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৩ দশমিক ৬০ শতাংশ। বোর্ডের মধ্যে ৬৯ দশমিক ২৪ শতাংশ পাসের হার নিয়ে সবচেয়ে ওপরে অবস্থান নিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা। ৫৫ দশমিক ৯২ শতাংশ পাসের হার নিয়ে সবচেয়ে নিচে চাঁদপুর জেলা।

ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে এবার ২৪৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ২৩ হাজার ৪৭১ জন পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ১৬ হাজার ২৫১ জন কৃতকার্য হয়। এ জেলা থেকে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪৭৫ জন পরীক্ষার্থী।

৬৬ দশমিক ৬৯ শতাংশ পাসের হার নিয়ে দ্বিতীয় স্থানে আছে ফেনী জেলা। ফেনীর ১৮৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১৬ হাজার ৪৪২ জন পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ১০ হাজার ৯৬৫ জন পাস করে। ফেনী জেলায় এবার জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ১২৫ জন।

তৃতীয় স্থানে রয়েছে লক্ষ্মীপুর জেলা। এ জেলায় এবার ১৭৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৫ হাজার ৭৬৩ জন পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ১০ হাজার ৩৯৮ জন সফলতা পায়। এ জেলায় পাসের ৬৫ দশমিক ৯৬ শতাংশ। আর ৮৫৮ জন জিপিএ-৫ পেয়েছে।

৬৫ দশমিক শূন্য ৭ শতাংশ পাসের হার নিয়ে চতুর্থ স্থানে রয়েছে কুমিল্লা জেলা। এ জেলার ৬০২টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৫৭ হাজার ৩৩১ জন পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ৩৭ হাজার ৩০৮ জন পাস করেছে। কুমিল্লা জেলায় জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ২৮৫ জন। পরে পঞ্চম স্থানে অবস্থান নোয়াখালী জেলার। এ জেলায় এবার পাসের হার ৫৯ দশমিক ৭৫ শতাংশ। নোয়াখালীর ৩০২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবার মোট ২৯ হাজার ৯১৬ জন পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ১৭ হাজার ৮৭৬ জন কৃতকার্য হয়। এ জেলা থেকে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৯৪ জন।

কুমিল্লা বোর্ডে এবার সবচেয়ে কম পাসের হার চাঁদপুর জেলায়। চাঁদপুরের ২৮৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবার মোট ২৪ হাজার ৬৪৯ জন পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ১৩ হাজার ৭৮৩ জন পাস করেছে। চাঁদপুর জেলায় পাসের হার ৫৫ দশমিক ৯২ শতাংশ। এ জেলায় এবার ১ হাজার ৬৫ জন জিপিএ-৫ পেয়েছে।

কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শামছুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, এবার শতভাগ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেওয়া হয়েছে। নকল নির্ভরতা থেকে শিক্ষার্থীদের বেরিয়ে আসতে হবে। যেসব প্রতিষ্ঠান খারাপ ফলাফল করেছে, সেসব প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে পদক্ষেপ নেওয়া হবে।v

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট