1. info@www.dhanershis.net : ধানের শীষ :
অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা ঢাকায় আসছে আইএমএফ প্রতিনিধিদল - ধানের শীষ
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ০৬:১৩ পূর্বাহ্ন

অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা ঢাকায় আসছে আইএমএফ প্রতিনিধিদল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : বাজেট ভর্তুকি কমানো নিয়ে মুখোমুখি অবস্থানে সরকার ও আইএমএফ। কৃষি ও জ্বালানি খাতের বাজেট ভর্তুকি শূন্যে নামানোর চাপ দিয়ে আসছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। অন্যদিকে জ্বালানির ক্ষেত্রে কিছুটা মানলেও কৃষি ও খাদ্যের বেলায় সরকার তা মানছে না। আসছে বাজেটেও কৃষি-খাদ্য খাতে ভর্তুকি বহাল রাখার ঘোষণা দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

এদিকে সংস্থাটির সঙ্গে চলমান ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণ প্রকল্পের বিপরীতে শর্ত পরিপালনের অগ্রগতি পর্যালোচনা করতে আসছে একটি প্রতিনিধিদল। অবশ্য আইএমএফের ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি প্রাপ্তির ব্যাপারে শিথিলতাই দেখাচ্ছে সরকার। কেননা ছয় মাস আগে বৈদেশিক মুদ্রার রিজার্ভে যে পরিস্থিতি ছিল সেটা বর্তমানে অনেকটাই উন্নতি হয়েছে। শুধু যে পতন ঠেকানো গেছে তা নয়, রিজার্ভও ধীরে ধীরে বাড়ছে। সদ্যসমাপ্ত রমজান মাসে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ চলতি বছরের ২৫ মার্চ পর্যন্ত ২৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। রপ্তানি আয়েও ইতিবাচক ধারা আসতে শুরু করেছে। তবে আইএমএফের ঋণটা এ পর্যায়ে এসে গ্রহণ না করেও পারছে না সরকার। কেননা এটা শুধু একটা ঋণ নয়, অন্য সংস্থাগুলোর জন্য একটা সংকেত। এ ছাড়া দেশের অর্থনীতির মানদন্ডের একটা সংকেত আইএমএফের এ ঋণ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট