
অনলাইন ডেস্ক : প্রার্থীতা প্রত্যাহারের পর দশ দলের জোটের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জামায়াতের ইসলামের সিনিয়র নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম।
তিনি বলেছেন, মনোনয়ন প্রত্যাহারের আগ পর্যন্ত আলোচনা অব্যাহত থাকবে। এখনই জোটগত নির্বাচন নিয়ে বলার কিছু নেই। তবে জোটগত নির্বাচনের সুযোগ এখনও রয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
আজহারুল ইসলাম বলেন, গত ২৯ ডিসেম্বর দশ দলের আলোচনার ভিত্তিতে মনোনয়নপত্র জমা দিয়েছি। এখন পর্যন্ত লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা সম্ভব হয়নি। যদিও সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে সরকার ও নির্বাচন কমিশনকে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
জামায়াত নেতা বলেন, নির্বাচনে রংপুর-২ আসন থেকে জয়ী হলে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করে যাব। এখানকার শিক্ষা, স্বাস্থ্যের উন্নয়ন ও বেকারত্ব দূরীকরণ এবং মাদক নির্মূলে কাজ করে যাব।
এসময় রংপুর মহানগর জামায়াতের নেতা কাওছার আলীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।