1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
পিআর পদ্ধতি বিষয়ে দেশের মানুষের ধারণা নেই: জিয়া হায়দার - ধানের শীষ
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ন

পিআর পদ্ধতি বিষয়ে দেশের মানুষের ধারণা নেই: জিয়া হায়দার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এসএম জিয়াউদ্দিন হায়দার স্বপন বলেছেন, দেশের সাধারণ মানুষের পিআর পদ্ধতি সম্পর্কে প্রায় কোনো ধারণা নেই। শনিবার বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি মন্তব্য করে বলেন, মানুষ মুখ না দেখে ভোট দিতে অভ্যস্ত নয়।

ড. জিয়াউদ্দিন হায়দার স্বপন আরও বলেন, প্রতিবেশী দেশ নেপালও এই পদ্ধতি থেকে বের হওয়ার চেষ্টা করছে, যা আমাদের জন্য শিক্ষণীয় হতে পারে।

তিনি বলেন, বিএনপি চায় একটি জ্ঞানভিত্তিক ও উন্নয়নধর্মী বাংলাদেশ। সেই লক্ষ্যেই কাজ করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বাস্থ‍্য, শিক্ষা ও বেকারত্ব দূর করা বিএনপির প্রধান লক্ষ্য।

ড. জিয়া হায়দার দাবি করেন, বিএনপি ক্ষমতায় গেলে এক কোটি বেকারের কর্মসংস্থান ঘটাবে। এ লক্ষ্যে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে।

তিনি আরও বলেন, দেশের জন্য এখন একটি নির্বাচিত সরকারের প্রয়োজন, যার জন্য সরকার ইতোমধ্যে রোডম্যাপ ঘোষণা করেছে। আগামীতে বিএনপি সরকার গঠন করলে ৩১ দফার আলোকে দেশ নতুনভাবে সাজানো হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট