1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
আইনি জটিলতা শেষ করে তারেক রহমান দেশে ফিরবেন : মির্জা ফখরুল - ধানের শীষ
শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
গণভোটের পর সরকারের মেয়াদ বাড়ছে, এমন দাবি ভিত্তিহীন: প্রেস উইং রাজশাহীতে যাচ্ছেন তারেক রহমান মানুষের ভাগ্য পরিবর্তন করতে ধানের শীষে ভোট দিন: ভাসানটেকে তারেক রহমান ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে ১২ ফেব্রুয়ারির ভোট: প্রধান উপদেষ্টা ১৫ বছর যারা ভোট ডাকাতি করেছে, তাদের সঙ্গে এদের পার্থক্য: তারেক রহমান ভালুকায় সংসদ নির্বাচনকে সামনে রেখে পৌর বিএনপির ওয়ার্ড ভিত্তিক নির্বাচনী পরামর্শ সভা ভোটের লড়াইয়ে বিএনপির ৭৪ বিদ্রোহী প্রার্থী; বহিষ্কার আরও ৫৯ আজ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, কাল প্রতীক বরাদ্দ এনসিপির এলিটিজম বনাম তৃণমূল রাজনীতির বাস্তবতা, গণতন্ত্রের নামে কার রাজনীতি? গুমের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

আইনি জটিলতা শেষ করে তারেক রহমান দেশে ফিরবেন : মির্জা ফখরুল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ৩৫৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি একটি রাজনৈতিক দল। এর আগে জনগণের রায় নিয়ে দুই বার ক্ষমতায় গিয়েছে। আবারো ইনশা আল্লাহ ক্ষমতায় যাবে। দল যখন মনে করবে তখন তারেক রহমান দেশে ফিরবেন। এছাড়া তার আরো কিছু আইনি জটিলতা রয়েছে, সেগুলো শেষ করে দেশে যাবেন।

শনিবার (৭ ডিসেম্বর) লন্ডনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মাইনাস টু ফরমুলা কি আবারো ফিরে আসবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপিকে আল্লাহ ছাড়া আর কেউ মাইনাস করতে পারবেনা।

তিনি আরো বলেন, যে সংস্কারের কথা এখন বলা হচ্ছে সেসব বিএনপি অনেক আগে থেকেই বিভিন্ন সময় দাবিতে তুলে এনেছে। তখন জামায়াত ইসলামসহ অনেকেই এই দাবি সমর্থন জানিয়েছে। ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে জাতীয় ঐক্য প্রয়োজন ছিল। সেটার মাধ্যমেই তাদের বিদায় করা হয়েছে।

শেখ হাসিনার বক্তব্যের বিষয়ে তিনি বলেন, ‘ভারত কীভাবে আশ্রিত একজনের বক্তব্য রাখার সুযোগ দেয় এটা আমার বোধগম্য নয়।’

শেখ হাসিনা কীভাবে নিজেকে প্রধানমন্ত্রী দাবি করেন এমন প্রশ্নের জবাবে বলেন, শেখ হাসিনা রং হেডেড। সে যা ইচ্ছা দাবি করতে পারে। সে কীভাবে দলের নেতাকর্মী, সমর্থক রেখে পালিয়ে গিয়ে আবার এমন দাবি করতে পারে।

তিনি তার বক্তব্যে তারেক রহমান আবারো দেশে ফিরে রাজনীতিতে নেতৃত্ব দিবেন বলে নিশ্চিত করলেও সেটা কতদিনের মধ্যে হতে পারে এ বিষয়ে তেমন কোন ধারণা দেননি।

মীর্জা ফখরুল তার বক্তব্যে নির্বাচনের গুরুত্ব সম্পর্কে বলেন, কাঙ্ক্ষিত সংস্কার নির্বাচিত সরকারের মাধ্যমেই সম্ভব। তিনি বাংলাদেশের জাতীয়তাবাদের রাজনীতির গুরুত্ব তুলে ধরেন।

‘নির্বাচনের কোন যৌক্তিক সময় আছে কিনা এমন বিষয় নিয়ে জুডিশিয়াল রিফর্মসহ নানা সংস্কার করে নির্বাচন দিতে হবে। আমরা কোন মাস, বছর বলছি না। অন্তবর্তীকালীন সরকার যখন মনে করবে সংস্কার হয়েছে তখন নির্বাচন দিবে।’

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কি আবারো ফিরে আসবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমরা সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা স্থায়ী ভাবে আনার পক্ষে।’

বিদেশে লবিস্ট নিয়োগ নিয়ে একটি প্রশ্নের জবাব বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে লবি নিয়োগে কোটি কোটি টাকা আওয়ামী লীগ খরচ করেছে।

ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে পররাষ্ট্রনীতি কি হবে এমন প্রশ্নের জবাবে বলেন, ‘ভারতের সঙ্গে সময় অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী নীতি হবে। তবে আমাদের সার্বভৌমত্বের ওপর আঘাত আমরা মানবো না।’

এছাড়াও তিনি ভারতের আগ্রাসন, বিশ্বব্যাপী অপপ্রচার চলছে তার বিরুদ্ধে কথা বলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট