1. info@www.dhanershis.net : ধানের শীষ :
জেডআরএফ বোর্ড অফ ডিরেক্টরস-এর ৬ষ্ঠ সভা অনুষ্ঠিত - ধানের শীষ
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৩:৪৬ অপরাহ্ন

জেডআরএফ বোর্ড অফ ডিরেক্টরস-এর ৬ষ্ঠ সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) বোর্ড অফ ডাইরেক্টরস-এর ৬ষ্ঠ সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার রাত ৯টায় রাজধানীর জেডআরএফ কার্যালয়ে। সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান এবং পরিচালনা করেন নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।

সভার শুরুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং শোক প্রস্তাব গৃহীত হয়।

সভায় ফেনী জেলার সাম্প্রতিক বন্যা, ডেঙ্গুর প্রকোপ, জনসচেতনতামূলক প্রচারণা এবং ভেটেরিনারি ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

ডা. সাজিদ ডেঙ্গুর বর্তমান অবস্থা ও তা নিয়ন্ত্রণে করণীয় নিয়ে একটি তথ্যবহুল প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এশিয়া প্যাসিফিক অঞ্চলের কোঅর্ডিনেটর প্রফেসর ড. শাকিল ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুহার বিষয়ে আলোকপাত করেন।

ইঞ্জিনিয়ার আশরাফ রেজা ফরিদি ফেনী জেলার ২০২৪ ও ২০২৫ সালের বন্যা পরিস্থিতি এবং তা মোকাবেলায় স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা তুলে ধরেন। কৃষিবিদ ড. খন্দকার মাহফুজুল হক বাচ্চু ‘কমল বীজ’ উৎপাদন ও দরিদ্র কৃষকদের মধ্যে তা বিতরণের কৌশল ব্যাখ্যা করেন।

অধ্যাপক ড. ওবায়েদ পরিবেশবান্ধব ব্যাকটেরিয়াল ফাইবার থেকে প্লাস্টিকের বিকল্প উপাদান তৈরির সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

সভার সমাপনী বক্তব্যে সভাপতি ডা. জুবাইদা রহমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সংঘটিত আকস্মিক বিমান দুর্ঘটনায় শোকাহত পরিবারগুলোর পাশে ভালবাসা ও সাহসিকতার সঙ্গে দাঁড়ানোর জন্য ফাউন্ডেশন এবং ড্যাব-এর চিকিৎসকবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামীতে ফাউন্ডেশন আয়োজিত বিজ্ঞান মেলা ও হৃদরোগ সচেতনতা কার্যক্রমে সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে যৌথভাবে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। এরপর তিনি সভার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।

সভায় ডিরেক্টরদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম, ডা. সৈয়দা তাজনীন ওয়ারিস সিমকী, ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, কৃষিবিদ ড. খন্দকার মাহফুজুল হক বাচ্চু, প্রকৌশলী মো. মাহবুব আলম, অধ্যাপক লুৎফর রহমান, অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, সাংবাদিক আমিরুল ইসলাম কাগজি, প্রকৌশলী একেএম জহিরুল ইসলাম, কৃষিবিদ শফিউল আলম দিদার, প্রকৌশলী উমাশা ঊমায়ুন মনি চৌধুরী, সাংবাদিক হাফিজ আল আসাদ সাঈদ খান, ডা. মোস্তফা আজিজ সুমন, কৃষিবিদ শামীমুর রহমান শামীম।

সভায় উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন ডা. এ.এস. হায়দার পারভেজ ও কৃষিবিদ অধ্যাপক ড. আব্দুল করিম। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন ডা. পারভেজ রেজা কাকন, ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদ, প্রকৌশলী মো. আশরাফ রেজা ফরিদি জিলানী এবং কৃষিবিদ বয়জার রহমান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট