1. info@www.dhanershis.net : ধানের শীষ :
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের সুযোগ নেই: আবদুস সালাম - ধানের শীষ
মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৬:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
জুলাই সংলাপ/ইশতেহার এবং আগামীর বাংলাদেশ মির্জা ফখরুলের নেতৃত্বে ‘জুলাই ঘোষণাপত্র’ অনুষ্ঠানে যাবেন বিএনপির ৫ নেতা স্বৈরাচার পতনের ৫ আগস্ট আজ জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, ৫ আগস্ট জাতির সামনে উপস্থাপন শাহবাগে ছাত্রদলের সমাবেশ আজ, থাকবে না ব্যানার-ফেস্টুন ৫ আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র ঘোষিত হবে: মাহফুজ আলম অন্তবর্তীকালী সরকার কি ‘জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সরকার’ প্রশ্ন মির্জা আব্বাসের গাজায় ইসরায়েলি হামলায় আরও ৮০ জন ফিলিস্তিনি নিহত, খাদ্যের তীব্র সংকট ৩ আগষ্ট শাহবাগে ছাত্র সমাবেশে ছাত্রদলের গুরুত্বপূর্ণ নির্দেশনা বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক কমিয়ে ২০ শতাংশ

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের সুযোগ নেই: আবদুস সালাম

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম বলেছেন, জাতীয় নির্বাচনের আগে কোনভাবেই স্থানীয় নির্বাচনের সুযোগ নেই।

শুক্রবার (২০ জুন) বেলা ১১টায় রাজশাহীর গোদাগাড়ীর প্রেমতলি গৌরাঙ্গবাড়ি পরিদর্শন ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভা শেষে ‘ইশরাক না থামলে সিটি করপোরেশনে নির্বাচন হবে’-বিএনপিকে সরকারের দেওয়া বার্তা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে। বৈঠকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করার ব্যাপারে কথা হয়েছে। এর বাইরে আর কোনও চিন্তা নেই। ইতিমধ্যে নির্বাচন কমিশনকে জাতীয় নির্বাচনের শিডিউল ঘোষণার কথা বলা হয়েছে। এ অবস্থায় জাতীয় নির্বাচনের আগে কোনভাবেই স্থানীয় নির্বাচনের সুযোগ নেই।

আবদুস সালাম বলেন, ইশরাক ইস্যুতে সরকারের বার্তা নিয়ে বিএনপি অবশ্যই তার বক্তব্য স্পষ্ট করবে। এছাড়া, নির্বাচনী প্রচারণায় পোস্টার ছাড়া বিলবোর্ড ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনে কালো টাকার ব্যবহার যাতে না হয় সেদিকটা যেমন দেখতে হবে, তেমনি প্রচারণা যেনো বাধাগ্রস্ত না হয়, সেটিও বিবেচনায় রাখতে হবে।

এর আগে, গৌরাঙ্গবাড়িতে অনুষ্ঠিত সভায় আবদুস সালাম বলেন, ভারত কেন পুশইন করবে সেটা আমাদের প্রশ্ন। যদি কাউকে ফেরত পাঠাতেই হয় তাহলে তারা সরকারকে বলবে, তা না করে পুশইন করা ঠিক নয়।

তিনি জানান, আওয়ামী লীগ সবচেয়ে বেশি হিন্দুদের জমি দখল করেছে। কোনও বিএনপি নেতা তাদের জমি দখল করেননি। কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কে বৌদ্ধ এসব রাজনৈতিক দল হিসাবে বিএনপির বিবেচ্য না। বিএনপি সব ধর্মের ও মতাদর্শের দল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট