1. info@www.dhanershis.net : ধানের শীষ :
সিডনির ওয়াটসনে ফেডারেল লিবারেল প্রার্থী জাকির আলমের নির্বাচনী প্রচারনার আনুষ্ঠানিক সূচনা - ধানের শীষ
শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০২:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
সমঝোতায় পৌঁছাতে জোর চেষ্টা চালাচ্ছে ঐকমত্য কমিশন জামায়াত দেশও নিয়ন্ত্রণ করতে পারবে- ডা. শফিকুর রহমান জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে বিএনপির সমাবেশ সফল করতে যাত্রাবাড়ীতে প্রস্তুতি সভা বিশেষ অভিযানে সারা দেশে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৬২০ খায়রুল হকের বিরুদ্ধে ব্যবস্থায় সরকারকে ধন্যবাদ বিএনপির প্রকাশ্যে গুলির নির্দেশ দেন হাসিনা ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের দাবিতে মাঠে নামার কথা ভাবছে বিএনপি পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে : প্রধান উপদেষ্টা মাইলস্টোন ট্রাজেডি : আহতদের সেবায় ঢাকা মেডিকেলে ছাত্রদলের ‘ননস্টপ সার্ভিস’ সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক গ্রেফতার

সিডনির ওয়াটসনে ফেডারেল লিবারেল প্রার্থী জাকির আলমের নির্বাচনী প্রচারনার আনুষ্ঠানিক সূচনা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

ধানের শীষ ডেস্ক রিপোর্ট : গতকাল ১৬ এপ্রিল (বুধবার) সিডনির রিভারউডের কনকাডি ওরো ফাংশন সেন্টারে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ওয়াটসন কেন্দ্র থেকে লিবারেল পার্টির ফেডারেল প্রার্থী জাকির আলম তার নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে লিবারেল পার্টির বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন লিবারেল পার্টির প্রবীণ নেতা অনারেবল সাংস্কৃতিক শেডো মিনিষ্টারফিলিপ রাডউক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাল্টিকাচারাল ও ইন্ডাটিয়াল ফর ওয়াক বিষয়ক শেডো মিনিষ্টারমার্ক কুউরে( এমপি)মনিকা টুডহোপ ( এমপি) কাউন্সিলর জর্জ জাকিয়া এবং ইডি নাদের। আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লিবারেল পার্টির ওয়াটসন শাখার সভাপতি ও সাবেক কাউন্সিলর জনাব শাহে জামান টিটু। তিনি তার বক্তব্যে কর্মব্যস্ত দিনে এত মানুষের উপস্থিতিকে স্বাগত জানান এবং সকলকে জাকির আলমের পক্ষে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যারিস্টার উপল আমিন। প্রধান অতিথি ফিলিপ রাডউক তার বক্তব্যে বলেন, “জাকির একজন কর্মঠ এবং প্রতিশ্রুতিশীল নেতা। তিনি ওয়াটসনকে একটি আধুনিক ও পরিকল্পিত এলাকা হিসেবে গড়ে তুলতে সক্ষম হবেন। এই অঞ্চলের বৈচিত্র্যময় সম্প্রদায়ের ঐক্যই হবে তার জয়ের মূল শক্তি।”

বিশেষ অতিথি এমপি মার্ক কুউরে বলেন, “জাকির ওয়াটসনের সামাজিক কর্মকাণ্ডে সবসময় সক্রিয়। তিনি এখানকার মানুষের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। তাই লিবারেল পার্টি আশাবাদী, এখানকার ভোটাররা তাকেই নির্বাচিত করবেন।”

এমপি মনিকা টুডহোপ বলেন, “লেবার পার্টির ব্যর্থতার কারণে জনগণ এইবার পরিবর্তনের জন্য প্রস্তুত। আমরা বিশ্বাস করি, জাকির ওয়াটসন থেকে জয়ী হবেন।”

নিজের বক্তব্যে জাকির আলম বলেন, “ওয়াটসন দীর্ঘদিন ধরে লেবার পার্টির দখলে থাকলেও এখানে তেমন উন্নয়ন হয়নি। এলাকাটি আজও অপরিকল্পিত ও অবহেলিত। আমি একটি আধুনিক ও সমন্বিত ওয়াটসন গড়ার লক্ষ্যে কাজ করতে চাই।” তিনি কমিউনিটির সকলের প্রতি ভোট দিয়ে তাকে বিজয়ী করার অনুরোধ জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কাউন্সিলর জর্জ জাকিয়া, ইডি নাদেরসহ অনেক গণ্যমান্য ব্যক্তি। অতিথিদের মধ্যে ছিলেন সাবেক কাউন্সিলর সাজেদা আক্তার সানজিদা, সোহেল মাহমুদ, আরিফুল হক, মোসলে উদ্দিন আরিফ, আশরাফুল আলম রনি, সোলেমান দেওয়ান, ইঞ্জিনিয়ার ইলিয়াছ হোসেন, ডা. সাখাওয়াত, মাসুম নোমান, সাবিনা ভূঁইয়া, মাহফুজুল, তাহমিনা বিনা, মোবাশ্বের মিকন, ফয়েজ, লিয়াকত আলী, মিতা কাদেরী, তিশা তানিয়া, আমিনুল হক (সিএ), হাছান মামুন, আজিজুর রহমান, লাভু . সামাদ শিবলু , রাসেল মালিক সহ সোসাইটির গন্যমান্য আরও অনেকে।

অনুষ্ঠানে মাষ্টার সামিন ইয়াসিরের গান সবাইকে মুগ্ধ করে।

অনুষ্ঠান শেষে প্রার্থী জাকির আলম ও তার পরিবার সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট