1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
জাজিরায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত - ধানের শীষ
শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
গণভোটের পর সরকারের মেয়াদ বাড়ছে, এমন দাবি ভিত্তিহীন: প্রেস উইং রাজশাহীতে যাচ্ছেন তারেক রহমান মানুষের ভাগ্য পরিবর্তন করতে ধানের শীষে ভোট দিন: ভাসানটেকে তারেক রহমান ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে ১২ ফেব্রুয়ারির ভোট: প্রধান উপদেষ্টা ১৫ বছর যারা ভোট ডাকাতি করেছে, তাদের সঙ্গে এদের পার্থক্য: তারেক রহমান ভালুকায় সংসদ নির্বাচনকে সামনে রেখে পৌর বিএনপির ওয়ার্ড ভিত্তিক নির্বাচনী পরামর্শ সভা ভোটের লড়াইয়ে বিএনপির ৭৪ বিদ্রোহী প্রার্থী; বহিষ্কার আরও ৫৯ আজ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, কাল প্রতীক বরাদ্দ এনসিপির এলিটিজম বনাম তৃণমূল রাজনীতির বাস্তবতা, গণতন্ত্রের নামে কার রাজনীতি? গুমের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

জাজিরায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ৩৪২ বার পড়া হয়েছে

শরীয়তপুর প্রতিনিধি : পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় শরীয়তপুর জেলার জাজিরা উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ ২০২৫) জাজিরা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সরদার এ কে এম নাসির উদ্দীন কালু।

বিশেষ অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি শাহ মোহাম্মদ আব্দুল সালাম।

প্রধান বক্তা ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ সিরাজুল হক মোল্লা।

বিশেষ অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি আরিফুজ্জামান মোল্লা, শরীয়তপুর জেলা বিএনপির দপ্তর সম্পাদক ও শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কামরুল হাসান, শরীয়তপুর পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক সামচুল হক ঢালী।

বিশেষ বক্তা ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ভি পি নাজমুল হক বাদল।

জাজিরা উপজেলা বিএনপি আহবায়ক বজলুর রশীদ সিকদার ও যুগ্ম আহবায়ক সিকদার শাহিন মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন, জাজিরা উপজেলা বিএনপির সদস্য সচিব মাহাবুব আলম টিটু আকন, সিনিয়র যুগ্ম আহবায়ক সুরুজ মাদবর, জাজিরা পৌরসভার আহবায়ক কাজী নজরুল ইসলাম, সদস্য সচিব কেএম কামরুজ্জামান মিলন।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

উক্ত অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করা হয়। একই সাথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য কামনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট