1. info@www.dhanershis.net : ধানের শীষ :
ঢাবি রোকেয়া হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন - ধানের শীষ
সোমবার, ২১ জুলাই ২০২৫, ০৮:১৩ অপরাহ্ন

ঢাবি রোকেয়া হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : শিরীন সুলতানাকে আহ্বায়ক এবং নাসিমা আক্তার শিমুকে সদস্য সচিব করে ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৪৬ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ফ্লোরে সংগঠনটির সদস্যদের এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন- যুগ্ন আহ্বায়ক কাজী নাজিয়া হক রুনা, সাদিয়া আফরিন রুপু, সৈয়দা সানজিদা ও পারভিন আক্তার। সদস্যদের মধ্যে রয়েছেন- রেহানা আক্তার রানু, রোজী খানম, মাহফুজা শিরীন, শাহানা পারভীন, দেওয়ান শাহীন আফরোজ নিপুন, দেওয়ান শাহীন আফরোজ নিপুন, ফৌজিয়া ইয়াসমিন কুসুম, আয়েশা সিদ্দিকা মানি, রোকসানা খানম মিতুয়া ড. বিলকিস বেগম লুনা, শাম্মী আক্তার, ফরিদা ইয়াসমিন, জাহানারা পারভীন, ফারহানা ইয়াসমিন রুবি, শাহনাজ ইসলাম মুক্তা, কামনুর নাহার শান্তা, রাশিদা ইয়াসমিন (সিন্ধু), মনিরা সুলতানা, জিনিয়া নাসরিন শান্তা, কামরুন নাহার ডলি, উম্মে সালমা ডালিয়া, শামীম আরা লুনা, কামরুন নাহার মুকুল, শারমিন রুমা, কাউসার ইয়াসমিন (সুমনা), শাহিনুর নার্গিস, রুনা লায়লা, ফারহানা বাশার, সেলিনা শেলী, সাহারা খাতুন, তানজিলা আহমেদ, সুখী শুকুর, সাহিদা ইয়াসমিন, রোকেয়া জুঁই, নাজমিন সুলতানা নিপা, শাহানা সুলতানা পুষ্প, জান্নাতুল ফেরদৌসী, রুমা তাপসী, জেসরিনা হায়দার ও বিলকিস জাহান।

এছাড়া, কমিটি একইসঙ্গে ১০ জনকে উপদেষ্টা হিসাবে মনোনীত করা হয়েছে। যারা হলেন-বেগম সেলিমা রহমান, সেলিমা আক্তার, মাহমুদা বেগম চপল, নাজমুন নাহার বেবী, নুরুন নাহার বুলবুল, মাকসুদা বাবলী, সাহানা আক্তার সানু, সরকার তাহমিনা সন্ধ্যা, আয়শা খানম ডালিয়া ও শামীম আরা লুনা।

আহ্বায়ক কমিটি গঠনের বিষয়ে শিরীন সুলতানা বলেন, আমরা রোকেয়া হলের সক্রিয় ব্যাচগুলোর প্রতিনিধিদের সঙ্গে কয়েক দফা আলাপ-আলোচনা ও মত-বিনিময় করেছি। সকলের সম্মলিত সমর্থনের ভিত্তিতে একটি সার্বজনীন কমিটি গঠনের চেষ্টা করেছি। আমাদের কাছে মনে হয়েছে আমরা ভালে একটি কমিটি করতে পেরেছি যেখানে বিভিন্ন মত ও আদর্শের প্রতিনিধিদের সম্পৃক্ত করা হয়েছে। আমরা আশা করছি আমরা ভালো কাজ করতে পারবো এবং একটি রেগুলার কমিটি গঠনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সক্ষম হবো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট