1. info@www.dhanershis.net : ধানের শীষ :
আগে জাতীয় নির্বাচন করার পক্ষে ইসি - ধানের শীষ
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ১০:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :

আগে জাতীয় নির্বাচন করার পক্ষে ইসি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় নির্বাচন করার পক্ষে নির্বাচন কমিশন অবস্থান তুলে ধরেছে। ১৪তম নির্বাচন কমিশনের দ্বিতীয় সভায় আগামী জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হয়। পরে নির্বাচন নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, সব নির্বাচন একসঙ্গে করা সম্ভব নয়। কমিশনের সামগ্রিক ফোকাস জাতীয় নির্বাচন। সেদিকে এগোচ্ছেন তাঁরা। সম্প্রতি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এমন প্রেক্ষাপটে গতকাল সকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সভাপতিত্বে তিন ঘণ্টাব্যাপী কমিশন সভা হয়। এতে চার নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিব উপস্থিত ছিলেন।

সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘আমাদের সামগ্রিক ফোকাস জাতীয় নির্বাচন। কমিশন জাতীয় নির্বাচনের দিকে এগোচ্ছে। জাতীয় নির্বাচনের প্রস্তুতি থাকলে অপরাপর সব প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে। এমন কোনো ইভেন্টে আসা ঠিক হবে না, যা জাতীয় নির্বাচনকে ব্যাহত করে। এ অবস্থায় আমি নিশ্চিত, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সরকার, সব পক্ষে এগুলো বিবেচনা করে যে সিদ্ধান্ত নেবে আমরা বাস্তবায়ন করব। তাতে যদি সরকার মনে করে কিছু নির্বাচন আগে করাবে তাহলে আমাদের সেভাবে করতে হবে। তবে আমাদের অবস্থান হচ্ছে মূলত ওই জায়গাটাতে বলছি, সব নির্বাচন একসঙ্গে করা সম্ভব নয়। সব স্থানীয় নির্বাচন একসঙ্গে করা সম্ভব নয়।’

এই নির্বাচন কমিশনার বলেন, পত্রপত্রিকায় দেখা যাচ্ছে, কেউ কেউ একই সঙ্গে সব নির্বাচন করার বা সব স্থানীয় সরকার নির্বাচন করার পক্ষে-বিপক্ষে মত দিচ্ছেন। কমিশন এ নিয়ে আলোচনা করেছে। কারণ কমিশনকে নির্বাচন করতে হবে। পরে আরও বিস্তারিত আলোচনা করা হবে তুলে ধরে তিনি বলেন, ‘আমাদের প্রস্তুতি নিয়ে আলোচনা করেছি। আমরা সব অনুবিভাগের সঙ্গে আলোচনা করে যেটা বুঝতে পেরেছি, এটা আসলে বাস্তবসম্মত প্রস্তাব নয়, সম্ভব নয়।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট