1. info@www.dhanershis.net : ধানের শীষ :
খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল : ডা. জাহিদ - ধানের শীষ
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ন

খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল : ডা. জাহিদ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে
ফাইল ফটো

অনলাইন ডেস্ক : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল রয়েছে। তার স্বাস্থ্য পরীক্ষার কিছু রিপোর্ট পাওয়া গেছে এবং সেই অনুযায়ী চিকিৎসার ধরন পরিবর্তন করে চিকিৎসা চলছে। পরিবারের সদস্যদের সাথে খুনসুটিতে খালেদা জিয়ার মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়েছে।

শুক্রবার লন্ডনে থাকা বিএনপি নেতারা এসব জানিয়েছেন।

লন্ডন ক্লিনিকে লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চলছে খালেদা জিয়ার চিকিৎসা। যার পুরোটাই তদারকি করছেন তার বড় ছেলে তারেক রহমান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন লন্ডন থেকে জানিয়েছেন, লন্ডন ক্লিনিকে ভর্তির পর অধ্যাপক প্যাট্রিক কেনেডির অধীনে চলছে খালেদা জিয়ার চিকিৎসা। যেসব পরীক্ষা-নিরিক্ষা দেয়া হয়েছিল, পাওয়া গেছে তার আংশিক টেস্ট রিপোর্ট। ওই অনুযায়ী এখন চিকিৎসা চলছে।

জাহিদ হোসেন বলেন, আজ আরো কিছু রিপোর্ট পাওয়া যাবে। তার স্বাস্থ্যের অনেক বেশি উন্নতি হয়েছে তা বলা যাবে না। স্থিতিশীল বলা যায়। তবে টেস্ট রিপোর্টের ভিত্তিতে তার চিকিৎসা পদ্ধতিতে কিছুটা পরিবর্তন এনেছে চিকিৎসকরা।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খালেদা ড. এনামুল হক চৌধুরী জানান, বড়দিনের ছুটি কাটিয়ে জন প্যাট্রিক কেনেডির সাথে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্ত হয়েছেন আরো কয়েকজন চিকিৎসক।

তিনি বলেন, ‘রিপোর্টে কী এসেছে তা আমি বলতে পারবো না। তবে তার চিকিৎসা ভালোভাবেই চলছে। চিকিৎসকের অনুমতি নিয়ে হাসপাতালে রাতে থাকছেন জিয়া পরিবারের সদস্যরা। নাতনি ব্যারিস্টার জাইমা রহমান ছিলেন বুধবার রাতে। গতকাল রাতে ছিলেন পুত্রবধূ জোবাইদা রহমান। সারাদিন হাসপাতালে থাকছেন তারেক রহমান। তিনি পুরো চিকিৎসা তদারকি করছেন। দীর্ঘদিন পর পরিবারের সদস্যদের কাছে পেয়ে ভালো সময় কাটছে খালেদা জিয়ার। কাল খুব হাসি খুশি দেখা গেছে ম্যাডামকে। দুই ভাবি ছিল গতকাল। মানসিকভাবে বেশ চাঙ্গা তিনি। রিল্যাক্স মুডে আছেন বলা যায়।’

চিকিৎসকরা বলছেন, মানসিকভাবে তাকে সুস্থ করা গেলে চিকিৎসা করা সহজ হবে। সেই লক্ষেই পরিবারের সদস্যরা খালেদা জিয়াকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন।

দীর্ঘদিন ধরে, লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, হৃদরোগ, কিডনি, ফুসফুস, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন খালেদা জিয়া।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট