1. info@www.dhanershis.net : ধানের শীষ :
নতুন নেতৃত্বে দেশে রাজনীতি প্রতিষ্ঠিত হবে : নূর - ধানের শীষ
সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০৭:৪৩ পূর্বাহ্ন

নতুন নেতৃত্বে দেশে রাজনীতি প্রতিষ্ঠিত হবে : নূর

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : আগামীতে নতুন বাংলাদেশ রচিত হবে। নতুন নেতৃত্বের মাধ্যমে নতুন রাজনীতি প্রতিষ্ঠিত হবে। সেই অঙ্গীকার নিয়েই গণ অধিকার পরিষদের রাজনৈতিক পথচলা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর।

রবিবার মাদারীপুর জেলার শিবচরের পাঁচ্চরে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

গণ অধিকার পরিষদের মাদারীপুর জেলা শাখার সভাপতি গাউস মৃধার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহকারী আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফিরোজ আহম্মেদ মুন্সী, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম, নারীবিষয়ক সহ-সম্পাদক জাহানারা ইসলাম, মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শাহরিয়ার মনির, প্রবাসী অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল মৃধা, জেলা শাখার সিনিয়র সহসভাপতি তারেক রহমান, ছাত্র অধিকার পরিষদের মাদারীপুর জেলা শাখার সভাপতি আবিদ ইসলামসহ অন্যরা।

নুরুল হক নূর বলেন, পুরনো রাজনৈতিক দলের শাসন ব্যবস্থা ও কর্মপদ্ধতি দেশের মানুষ দেখেছে। যেই লাউ, সেই কদু। শত শত মানুষ ছাত্র আন্দোলনে জীবন দিয়েছেন, আর যেন কাউকে জীবন দিতে না হয়, এ জন্য টেকসই গণতন্ত্র চায় গণ অধিকার পরিষদ।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দিতে পারে গণ অধিকার পরিষদ- এ কথা জানিয়ে দলের সভাপতি নূর বলেন, বাংলাদেশকে ভারতের পুতুল রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছিল শেখ হাসিনা সরকার। গত দেড় দশকে আওয়ামী লীগ সরকারের অত্যাচার আর নির্যাতনে দেশবাসী দুর্বিষহ ও যন্ত্রণার মধ্য দিয়ে দিন পার করেছে।

ডাকসুর সাবেক এই ভিপি বলেন, পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে মেধাবী সেনাদের হত্যা করেছিল। ইসলাম নির্মূল করতে শাপলা চত্বরে সমাবেশে গণহত্যা চালিয়েছিল। এমন হত্যাকান্ডের মধ্যদিয়ে শেখ হাসিনার দুঃসাহস বেড়ে গিয়েছিল। পরবর্তীতে যে কোনো আন্দোলনে অংশ নেওয়া নেতা-কর্মীদের গুম ও খুন করে একদলীয় শাসন কায়েম করেছিল। সর্বশেষ ছাত্রজনতার প্রতিবাদ ও প্রতিরোধের মধ্য দিয়ে ৫ আগস্ট এ সরকারের পতন হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট