1. info@www.dhanershis.net : ধানের শীষ :
শেখ হাসিনার পতনে ভূমিকার অভিযোগকে ‘হাস্যকর’ বললো যুক্তরাষ্ট্র - ধানের শীষ
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাইলস্টোন ট্রাজেডি : আহতদের সেবায় ঢাকা মেডিকেলে ছাত্রদলের ‘ননস্টপ সার্ভিস’ সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক গ্রেফতার মাইলস্টোন ট্র্যাজেডি: হতাহতদের জন্য বিএনপির দোয়া মাহফিল দল নিবন্ধনে ১৫ দিনের মধ্যে শর্তপূরণ না করলে আবেদন বাতিল বিমান দুর্ঘটনায় হতাহতের সঠিক সংখ্যা প্রকাশ করতে হবে: নাহিদ ইসলাম দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক বিধ্বস্ত বিমানটি প্রশিক্ষণ নয়, ছিল যুদ্ধবিমান : আইএসপিআর এনসিপি নতুন রাজনীতির স্বপ্ন বনাম বাস্তবতার দ্বন্দ্ব! দেশের জন্য সেনাবাহিনী গুরুত্বপূর্ণ অবদান রাখছে ষড়যন্ত্রকারীরা নির্বাচন ঠেকাতে পারবে না: দুদু

শেখ হাসিনার পতনে ভূমিকার অভিযোগকে ‘হাস্যকর’ বললো যুক্তরাষ্ট্র

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ১৬৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : শেখ হাসিনার পতনের পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকার অভিযোগকে ‘মিথ্যা ও হাস্যকর’ বলে আখ্যায়িত করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর।

স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন বেদান্ত প্যাটেল এ কথা বলেন।

ব্রিফিংয়ে একজন সাংবাদিক শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা রয়েছে– এমন অভিযোগ সম্পর্কে জানতে চাইলে বেদান্ত প্যাটেল বলেন, “এটা হাস্যকর। শেখ হাসিনার পদত্যাগের সঙ্গে যুক্তরাষ্ট্র জড়িত ছিল এমন কোনো ধারণা একেবারেই মিথ্যা।”

যুক্তরাষ্ট্র সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রচুর বিভ্রান্তিমূলক খবর দেখেছে বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে সোমবার একই অভিযোগের বিষয়ে হোয়াইট হাউস বলেছে, বাংলাদেশে মার্কিন হস্তক্ষেপের অভিযোগ ‘কেবলই মিথ্যা’।

আরও পড়ুন>> শেখ হাসিনার পতনে মার্কিন ভূমিকার অভিযোগ মিথ্যা: হোয়াইট হাউস রবিবার ভারতের ইকোনমিক টাইমস পত্রিকার একটি প্রতিবেদনে হাসিনাকে উদ্ধৃত করে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতাচ্যুত করার পেছনে ভূমিকা পালন করেছে। কারণ তারা (যুক্তরাষ্ট্র) বঙ্গোপসাগরে বাংলাদেশের সেন্টমার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ চায়। পত্রিকাটি বলেছে, হাসিনা তার ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে এই বার্তা পৌঁছে দিয়েছেন।

হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় রবিবার এক্স-এ এক পোস্টে বলেছেন, তিনি কখনোই এ ধরনের কোনো বক্তব্য দেননি।

সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে গত ছয় মাস ধরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্রদের বিক্ষোভের পর সম্প্রতি বিক্ষোভ ও সহিংসতায় জড়িয়ে পড়ে। এতে ছাত্র-জনতা-পুলিশসহ বিপুল সংখ্যক মানুষ হতাহত হয়।

তীব্র গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়ে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা।

এরপর নোবেলবিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়। বৃহস্পতিবার শপথ গ্রহণ করে যাত্রা শুরু করেছে নতুন সরকার।

উল্লেখ্য, শেখ হাসিনা গত জানুয়ারিতে টানা চতুর্থ মেয়াদে নির্বাচনে জয়লাভ করেছিলেন, যা বিরোধীরা বয়কট করে। তখন মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছিল, ওই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট