1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে শ্রমিকদেরও এগিয়ে আসতে হবে: দুদু - ধানের শীষ
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ০৯:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
নির্বাচনের দিন ছাড়া গণভোটের সিদ্ধান্ত মানবে না বিএনপি: মির্জা ফখরুল এদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফিরে আসার সুযোগ নেই জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ, অন্তর্বর্তী সরকার ও সংবিধানিক ভারসাম্য: একটি রাজনৈতিক বিশ্লেষণ হাসিনার ফ্যাসিবাদী যাত্রা শুরু হয় ২৮ অক্টোবরের রক্তাক্ত তাণ্ডব দিয়ে : রিজভী বিভ্রান্তিকর গণভোট বনাম বিএনপি ঘোষিত ৩১ দফা; বাংলাদেশের গণতান্ত্রিক পুনর্গঠনের দ্বন্দ্ব, দিকনির্দেশনা ও ভবিষ্যৎ প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা ব্রাহ্মণবাড়িয়া জেলার অতীত ও বর্তমান ঐতিহ্য : জ্ঞান, নেতৃত্ব ও সামাজিক বিকাশের এক ঐতিহাসিক বিশ্লেষণ দেশের সব ক্রান্তিকালে জিয়া পরিবার হাল ধরেছে : আমান বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূতের যোগদান এবং আগামীর বাংলাদেশ ভাবনা গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই এগিয়ে যাবে বাংলাদেশ: ফখরুল

দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে শ্রমিকদেরও এগিয়ে আসতে হবে: দুদু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ২২৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : এই দেশ গড়তে শ্রমিকদের ভূমিকা অপরিসীম উল্লেখ করে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে আগামী দিনের আন্দোলন সংগ্রামে তাদেরকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, আগামী দিনে আন্দোলন সংগ্রামে শ্রমিকদের ভূমিকা পালন করতে হবে, সেই লক্ষ্যে শ্রমিক দলকে গড়ে তুলতে হবে। শ্রমিকরা গনতন্ত্র প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবে।

শনিবার খুলনায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল খুলনা বিভাগীয় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালয় সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, ‘শ্রমিক দলের এই কনভেনশন আগামীতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। এদেশে শ্রমিক সমাজ ভীষণভাবে উপেক্ষিত। অথচ দেশকে গড়ে তুলতে দেশে বিদেশে তাদের ভূমিকা অপরিসীম।’

দলীয় চেয়ারপারসনের চিকিৎসা প্রসঙ্গে আক্ষেপ করে বিএনপির এই নেতা বলেন, ‘এই সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে যে ব্যবহার করছে; একদিন তাদেরকেও কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই আওয়ামী লীগ রক্ষীবাহিনী তৈরি করেছিল, তারা কুষ্টিয়া-যশোরসহ সারাদেশে বিরোধী দলের ৪৪ হাজার নেতাকর্মীকে হত্যা করেছে। শুধু তাই নয় ঘরবাড়িতে ভাঙচুর-লুটপাট করেছে।’

তিনি আরও বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায়, মিথ্যা সাজা দিয়ে আটক করে রেখেছে। দেশনায়ক তারেক রহমানের নামে মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়েছে। তাকে দেশে আসতে দিচ্ছে না। তার নামে যে কয়টা মামলা দিয়েছে, কোনো মামলাই প্রমাণ হয়নি। এই সরকার তথাকথিত বিচারের নামে সাজা দিয়েছে। বাংলাদেশের মানুষ মনে করে, প্রত্যাশা করে গণতন্ত্র মানে তারেক রহমান, গণতন্ত্র মানে বিএনপি, গণতন্ত্র মানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া।’

এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত সহকারী ও শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, শ্রমিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, ফিরোজ উজ জামান মামুন মোল্লা, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি ফারাজী মতিউর রহমান, সহ-সভাপতি আব্দুর রহিম বক্স দুদুসহ খুলনা জেলা শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট