1. info@www.dhanershis.net : ধানের শীষ :
বিএনপির সমাবেশে পেশাজীবীদের ব্যাপক অংশগ্রহণ - ধানের শীষ
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৭:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
সমঝোতায় পৌঁছাতে জোর চেষ্টা চালাচ্ছে ঐকমত্য কমিশন জামায়াত দেশও নিয়ন্ত্রণ করতে পারবে- ডা. শফিকুর রহমান জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে বিএনপির সমাবেশ সফল করতে যাত্রাবাড়ীতে প্রস্তুতি সভা বিশেষ অভিযানে সারা দেশে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৬২০ খায়রুল হকের বিরুদ্ধে ব্যবস্থায় সরকারকে ধন্যবাদ বিএনপির প্রকাশ্যে গুলির নির্দেশ দেন হাসিনা ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের দাবিতে মাঠে নামার কথা ভাবছে বিএনপি পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে : প্রধান উপদেষ্টা মাইলস্টোন ট্রাজেডি : আহতদের সেবায় ঢাকা মেডিকেলে ছাত্রদলের ‘ননস্টপ সার্ভিস’ সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক গ্রেফতার

বিএনপির সমাবেশে পেশাজীবীদের ব্যাপক অংশগ্রহণ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ১৩৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : দলীয় চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি আয়োজিত সমাবেশে ব্যাপকভাবে অংশগ্রহণ করেছে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা।

গুরুতর অসুস্থ খালেদা জিয়ার মুক্তি দাবিতে শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে সমাবেশের আয়োজন করে বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সঞ্চালনা করেন প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন। এতে সম্মিলিতি পেশাজীবী পরিষদসহ পৃথকভাবে নানা পেশাজীবী সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রণ লক্ষ করা গেছে।

সম্মিলিত পেশাজীবী পরিষদ:

পেশাজীবীদের অংশগ্রহণমূলক সংগঠন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের (বিএসপিপি) নেতৃত্বে সমাবেশে অংশগ্রহণ করেছেন পেশাজীবীরা। সংগঠনের সদস্য সচিব কাদের গণি চৌধুরী, সৈয়দ আবদাল আহমদ, প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ, প্রকৌশলী মো. মাহবুব আলম, প্রকৌশলী একেএম আসাদুজ্জামান চুন্নু, মো. হানিফ, রফিকুল ইসলাম প্রমুখ মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন।

ইউট্যাবের অংশগ্রহণ:

বিএনপির সমাবেশে অংশ নিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) নেতৃবৃন্দ। সংগঠনের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানের নেতৃত্বে ইউট্যাবের নেতাদের মধ্যে সমাবেশে অংশগ্রহণ করেন সহ-সভাপতি অধ্যাপক লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. নুরুল ইসলাম, প্রচার সম্পাদক অধ্যাপক ড. আব্দুল করিম, অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম, অধ্যাপক ড. মো. ইলিয়াস, অধ্যাপক ড. মো. দেলোয়ার হোসেন, অধ্যাপক জাহাঙ্গীর, অধ্যাপক মিজানুর রহমান, অধ্যাপক আতাউর রহমান, খান মো. মনোয়ারুল ইসলাম, অধ্যাপক মোস্তাফিজ, অধ্যাপক নওশের, অধ্যাপক আমীর হোসেন প্রমুখ।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইউট্যাবের মহাসচিব ও বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, ‘খালেদা জিয়া মুক্ত না হলে দেশের স্বাধীনতা বিপন্ন হবে। আমরা আর কাল বিলম্ব না করে অবিলম্বে খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবি করছি। তা না হলে পেশাজীবী সমাজ ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে বাধ্য হবে।’

ড্যাব:

চিকিৎসকদের সংগঠন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ—ড্যাব নেতৃবৃন্দ বিপুল উৎসাহে বিএনপির সমাবেশে অংশগ্রহণ করেছেন। সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, মহাসচিব ডা. মো. আব্দুস সালাম, সহসভাপতি ডা. রফিকুল কবির লাবু, ডা. সিরাজুল ইসলাম, কোষাধ্যক্ষ ডা. জহিরুল ইসলাম শাকিল, ডা. রফিকুল ইসলাম, ডা. ডা. পারভেজ রেজা কাকন, ডা. মো. মেহেদী হাসান, ডা. জাহেদুল কবির জাহিদ, ডা. নিলোফা ইয়াসমিন, ডা. বাসেদুর রহমান সোহেল, ডা. ইব্রাহিম বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

কৃষিবিদদের অংশগ্রহণ:

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে নয়াপল্টনে বিএনপি আয়োজিত সমাবেশে এগ্রিকালচারিস্টস এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এর কৃষিবিদ নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছেন। এতে উপস্থিত ছিলেন কৃষিবিদ ড. জি কে মোস্তাফিজুর রহমান, কৃষিবিদ শফিউল আলম দিদার, কৃষিবিদ সানোয়ার আলম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট