1. info@www.dhanershis.net : ধানের শীষ :
ঐক্যবদ্ধভাবে এই সরকারের বিরুদ্ধে লড়াই করতে হবে: যুবদল সভাপতি - ধানের শীষ
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৬:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
সমঝোতায় পৌঁছাতে জোর চেষ্টা চালাচ্ছে ঐকমত্য কমিশন জামায়াত দেশও নিয়ন্ত্রণ করতে পারবে- ডা. শফিকুর রহমান জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে বিএনপির সমাবেশ সফল করতে যাত্রাবাড়ীতে প্রস্তুতি সভা বিশেষ অভিযানে সারা দেশে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৬২০ খায়রুল হকের বিরুদ্ধে ব্যবস্থায় সরকারকে ধন্যবাদ বিএনপির প্রকাশ্যে গুলির নির্দেশ দেন হাসিনা ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের দাবিতে মাঠে নামার কথা ভাবছে বিএনপি পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে : প্রধান উপদেষ্টা মাইলস্টোন ট্রাজেডি : আহতদের সেবায় ঢাকা মেডিকেলে ছাত্রদলের ‘ননস্টপ সার্ভিস’ সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক গ্রেফতার

ঐক্যবদ্ধভাবে এই সরকারের বিরুদ্ধে লড়াই করতে হবে: যুবদল সভাপতি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৯৯২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা এখন নিয়ন্ত্রিত উল্লেখ করে ঐক্যবদ্ধভাবে এই সরকারের বিরুদ্ধে লড়াই করতে হবে বলে মন্তব্য করেছেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, ‘এখন প্রয়োজন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা।’

শনিবার বিকালে চট্রগ্রাম মহানগর যুবদল আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

চলমান আন্দোলন সংগ্রামে কারাবরণকারী ও হামলা-মামলার শিকার যুবদল নেতাদের খোঁজ খবর নেওয়া এবং সংগঠনকে সুসংগঠিত, শক্তিশালী এবং গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সঙ্গে তৃণমূলের মতবিনিময়ের ধারাবাহিকতায় চট্রগ্রাম মহানগরে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে টুকু বলেন, ‘বাংলাদেশের অস্তিত্ব প্রশ্নের সম্মুখীন। এমন একটি শাসকগোষ্ঠী জোর করে ক্ষমতার দখল করে বসে আছে যারা বাংলাদেশ সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। অবৈধ সরকার বিচার ব্যবস্থাকে ধবংস করেছে। দেশে আইনের শাসন নেই, প্রশাসন এখন ব্যবসায়িক প্রতিষ্ঠান। জনগণের নিরাপত্তার পরিবর্তে খুনী, দুর্নীতিবাজ ও লুটেরাদের রক্ষা করাই এখন প্রশাসনের কাজ। এখানে এখন বিচারপতিও স্বাধীন না। সরকারের বিরুদ্ধে রায় দিলে দেশ ত্যাগ করতে হয়।’

বাংলাদেশেন স্বাধীনতাকে বিকৃতি করা হয়েছে দাবি করে তিনি বলেন, ‘জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে যে অবদান রেখেছে সেই অবদান আওয়ামী লীগের পক্ষে রাখা সম্ভব ছিল না, এখনো নেই। জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষণাই দেননি; তিনি তার স্ত্রী সন্তানদেরকে রেখে সরাসরি যুদ্ধে চলে গিয়েছিলেন। এই কারণে তারা জিয়াউর রহমানকেও সহ্য করতে পারে না।’

বেনজীর-আজিজদের দুর্নীতির দায় সরকার কখনোই এড়াতে পারবে না উল্লেখ করে এমপি আনার হত্যা প্রসঙ্গে যুবদল সভাপতি বলেন, ‘আনার একসময় সন্ত্রাস চোরাকারবারী ছিলেন, তার বিরুদ্ধে ২২ টি মামলা ছিল। আওয়ামী লীগে যোগদান করে মুক্তিযোদ্ধা হয়ে গেলেন। আনার যে খুন হয়েছে তা এখনো প্রমাণ করতে পারেনি। তার শরীরের টুকরো নাকি বাথরুমে পাওয় যায়। আর যদি খুন হয়েই থাকে তাহলে তাকে খুনের দায়ে যাদের আটক করা হয়েছে খুনীরা কেন তাকে খুন করলো তা কেন প্রকাশ করছেন না’ প্রশ্ন করেন টুকু।

সুলতান সালাহউদ্দিন টুকু আরও বলেন, ‘আমরা সবাই একসঙ্গে যুগপৎ আন্দোলন করছি। আমাদের অধিকার ফিরিয়ে আনা, ভোটের অধিকার ফিরিয়ে আনা, বেঁচে থাকার অধিকার নিশ্চিত করা, কথা বলার অধিকার নিশ্চিত করা আমাদের সামনে এসে দাঁড়িয়েছে এবং এগুলো আমাদের অর্জন করতে হবে।

ঐক্যবদ্ধভাবে এই সরকারের বিরুদ্ধে লড়াই করে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে। সেই সঙ্গে ভারতীয় পণ্য বর্জন করতে হবে। তাহলে আমরা হারানো গণতন্ত্র ফেরত পাব।’

চট্রগ্রাম মহানগর যুবদল সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, যুবদরের কেন্দ্রীয় সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন, চট্রগ্রাম বিভাগীয় সহ-সভাপতি ও মহানগর যুবদল সাধারণ সম্পাদক মো. সাহেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফিরোজ আব্দুল্লাহ, কেন্দ্রীয় কমিটির সদস্য কামরুজ্জামান নান্নু, চট্রগ্রাম উত্তর জেলা যুবদল সভাপতি মো. জসিমউদ্দীন, দক্ষিণ জেলা যুবদল সভাপতি শাজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক মো. আজগর, উত্তর জেলা যুবদল সাধারণ সম্পাদক মুরাদ চৌধুরী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট