1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
সংসদে জাপার ভূমিকা সম্পর্কে জানতে চেয়েছেন পিটার হাস - ধানের শীষ
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৫:২১ অপরাহ্ন
সর্বশেষ :
দেশের সব ক্রান্তিকালে জিয়া পরিবার হাল ধরেছে : আমান বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূতের যোগদান এবং আগামীর বাংলাদেশ ভাবনা গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই এগিয়ে যাবে বাংলাদেশ: ফখরুল ২৩ নভেম্বর ফিরছেন তারেক রহমান দেশকে এগিয়ে নিয়ে যেতে এখন নির্বাচিত সরকার প্রয়োজন : ফখরুল তারেক রহমানের পক্ষ থেকে দাবাড়ু নীরকে আর্থিক সহায়তা ধানের শীষের জোয়ার কেউ আটকাতে পারবে না : নবীউল্লাহ নবী শাপলা না দেওয়ার আইনি ব্যাখ্যা দিলে অন্য প্রতীক বিবেচনা করা হবে: নাহিদ বিএনপির তিনশ আসনে একক প্রার্থী; কৌশলগত কারণে পরিবর্তন আসতে পারে ৫০ আসনে তত্ত্বাবধায়কের ভূমিকায় যেতে হবে অন্তর্বর্তী সরকারকে : মির্জা ফখরুল

সংসদে জাপার ভূমিকা সম্পর্কে জানতে চেয়েছেন পিটার হাস

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ২৯০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে বৈঠক করেছেন।

বুধবার বিকালে ঢাকার মার্কিন দূতাবাসে এ বৈঠক হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন জাতীয় পার্টির আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা মাশরুর মাওলা।

নির্বাচনের পর এই প্রথম জাতীয় পার্টির সঙ্গে বৈঠক করলেন পিটার হাস।

মাশরুর মাওলা বলেন, পিটার হাসের আমন্ত্রণে জাপার চেয়ারম্যান বিকালে মার্কিন দূতাবাসে যান। বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে জাপার চেয়ারম্যানের বৈঠক হয়েছে। বৈঠকে দলের চেয়ারম্যানের সঙ্গে তিনিও ছিলেন বলে জানান।

বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে, এমন প্রশ্নে মাশরুর মাওলা বলেন, সংসদে বিরোধী দলের নেতা হিসেবে জি এম কাদের কতটা ভূমিকা রাখতে পারছেন, সে বিষয়ে পিটার হাস জানতে চেয়েছেন। জবাবে জি এম কাদের বলেছেন, তারা বিরোধী দলের ভূমিকা রাখার চেষ্টা করছেন।

সন্ধায় মার্কিন দূতাবাসের ফেসবুকে পেজে সাক্ষাতের একটি ছবি আপলোড করা হয়। ছবির সঙ্গে ক্যাপশনে বলা হয় (পিটার হাস), ‘বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির সংসদ সদস্য জি এম কাদেরের সাথে সাক্ষাৎ করে ভালো লাগলো। গণতন্ত্র, স্বচ্ছতা, সহনশীলতা, সুশাসন এবং মানবাধিকারের প্রতি সম্মানের প্রসারে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের গুরুত্ব দিই।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট