1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
ব্যাংক লোপাট ও অর্থ পাচারের দায় সরকারের: গণতন্ত্র মঞ্চ - ধানের শীষ
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৩:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
দেশের সব ক্রান্তিকালে জিয়া পরিবার হাল ধরেছে : আমান বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূতের যোগদান এবং আগামীর বাংলাদেশ ভাবনা গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই এগিয়ে যাবে বাংলাদেশ: ফখরুল ২৩ নভেম্বর ফিরছেন তারেক রহমান দেশকে এগিয়ে নিয়ে যেতে এখন নির্বাচিত সরকার প্রয়োজন : ফখরুল তারেক রহমানের পক্ষ থেকে দাবাড়ু নীরকে আর্থিক সহায়তা ধানের শীষের জোয়ার কেউ আটকাতে পারবে না : নবীউল্লাহ নবী শাপলা না দেওয়ার আইনি ব্যাখ্যা দিলে অন্য প্রতীক বিবেচনা করা হবে: নাহিদ বিএনপির তিনশ আসনে একক প্রার্থী; কৌশলগত কারণে পরিবর্তন আসতে পারে ৫০ আসনে তত্ত্বাবধায়কের ভূমিকায় যেতে হবে অন্তর্বর্তী সরকারকে : মির্জা ফখরুল

ব্যাংক লোপাট ও অর্থ পাচারের দায় সরকারের: গণতন্ত্র মঞ্চ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৮১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, সরকার তার লুটপাটের স্বার্থে পুরো বাংলাদেশকে তালুকদারীতে পরিনত করেছে। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে পুরো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে তারা বিরোধীদের দমন-পীড়নে ব্যবহার করছে। আর সরকারি পৃষ্ঠপোষকতায় ব্যাংকগুলো যারা লোপাট করেছে তাদের বিরুদ্ধে আদালত কোনো ব্যবস্থা নিতে পারে না।

নেতারা বলেন, ব্যাংক খেকো এস আলমকে সরকার ছয়টি ব্যাংক বরাদ্দ দিয়েছে লুটপাটের জন্য। সিঙ্গাপুরে এক বিলিয়ন মার্কিন ডলার ইনভেস্ট করেছে। কিন্তু বৈধভাবে সেই টাকা নিয়ে যাওয়া হয়নি। সেই টাকা বেচার বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। আর সে রায় স্থগিত করে তদন্ত বন্ধ করে দিয়েছে সর্বোচ্চ আদালত। অন্যদিকে সামান্য কিছু টাকার জন্য কৃষকদের দড়ি দিয়ে বেঁধে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার বিকালে পুরানা পল্টন মোড়ে ব্যাংক লোপাট ও অর্থ পাচারের প্রতিবাদে পল্টনে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ সমাবেশে নেতার এসব বলেন।

সমাবেশে সভাপতিত্ব করেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম। সঞ্চালক ছিলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতা দিদারুল ভূইয়া। বক্তব্য দেন, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, জেএসডির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান। এছাড়াও বক্তব্য দেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার, গণসংহতি আন্দোলনের সম্পাদক মন্ডলীর সদস্য জুলহাসনাইন বাবু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের রাজনৈতিক সমন্বয়ক হাসিব উদ্দিন হোসেন ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম সদস্য সচিব হাবিবুর রহমান হাবিব, জেএসডির সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে নেতারা সম্প্রতি ড. ইউনূসের পরিচালনাধীন বিভিন্ন প্রতিষ্ঠান দখল করার সরকারি পৃষ্ঠপোষকতায় যে তৎপরতা চলছে তার তীব্র নিন্দা জানান। বক্তারা বলেন, সরকারের ছত্রছায়া থাকে লোকেরা একদিকে ব্যাংক লোপাট করছে, টাকা পাচার করছে, অন্যদিকে বিরোধীদের ব্যবসা দখল করে নিচ্ছে। গত ১৫ ফেব্রুয়ারি ড. ইউনূসের প্রতিষ্ঠানগুলিতে যার ঘটেছে সেই ঘটনা তার চাক্ষুস প্রমাণ। এই হামলার মাধ্যমে সরকার নতুন করে দখলদার হিসেবে আবির্ভূত হল। সরকারি ছায়াতলের বাইরে থাকা যেকোনো মানুষের জীবন ও সম্পদকে তারা নিরাপত্তাহীন করে তুলেছে। আর অবিরাম এই লুটপাটের জন্য পুরো রাষ্ট্রকে তারা ব্যবহার করছে।

নেতারা বলেন, প্রধানমন্ত্রী নিজে দায়িত্ব নিয়ে বলেছেন বাজার নিয়ন্ত্রণে আনবেন। কিন্তু আমরা দেখলাম সরকারের মন্ত্রীরা যত সিন্ডিকেট নির্মূলের ঘোষণা দেয় ততই বাজারে হু হু করে দাম বাড়ে। এই সরকার কোনভাবেই দাম নিয়ন্ত্রণ করতে পারবে না। কারণ এই সিণ্ডিকেটের টাকার ভাগ বাটোরা সরকার পায়, এই টাকা দিয়ে তাদের পার্টি চলে। পুরো রাষ্ট্রকে এরা একটি সিন্ডিকেটের পরিণত করেছে এবং জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছে। এই রাষ্ট্রকে তাই সংস্কার ছাড়া আর এ থেকে পরিত্রাণের উপায় নাই। আমরা সেই লক্ষ্যে লড়াই করছি। জনগণ সেই লড়াই করছে।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বিজয়নগর মোড় হয়ে পুনরায় পল্টন মোড় এসে হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট