1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
বাংলাদেশের জনগণ নয়, আ’লীগের সঙ্গে সম্পর্ক গড়েছে ভারত: বিএনপি - ধানের শীষ
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০২:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা ব্রাহ্মণবাড়িয়া জেলার অতীত ও বর্তমান ঐতিহ্য : জ্ঞান, নেতৃত্ব ও সামাজিক বিকাশের এক ঐতিহাসিক বিশ্লেষণ দেশের সব ক্রান্তিকালে জিয়া পরিবার হাল ধরেছে : আমান বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূতের যোগদান এবং আগামীর বাংলাদেশ ভাবনা গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই এগিয়ে যাবে বাংলাদেশ: ফখরুল ২৩ নভেম্বর ফিরছেন তারেক রহমান দেশকে এগিয়ে নিয়ে যেতে এখন নির্বাচিত সরকার প্রয়োজন : ফখরুল তারেক রহমানের পক্ষ থেকে দাবাড়ু নীরকে আর্থিক সহায়তা ধানের শীষের জোয়ার কেউ আটকাতে পারবে না : নবীউল্লাহ নবী শাপলা না দেওয়ার আইনি ব্যাখ্যা দিলে অন্য প্রতীক বিবেচনা করা হবে: নাহিদ

বাংলাদেশের জনগণ নয়, আ’লীগের সঙ্গে সম্পর্ক গড়েছে ভারত: বিএনপি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ২৪০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : বাংলাদেশের জনগণ নয়, আওয়ামী লীগের সঙ্গে ভারত গভীর সম্পর্ক গড়েছে বলে মনে করছে বিএনপি। ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক ক্রমেই শক্তিশালী হচ্ছে’– ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের এরকম বক্তব্যের পর দলটি বলেছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর এ কথা আংশিক সত্য। সম্পর্ক গভীর হয়েছে, তবে সেটি বাংলাদেশের জনগণের সঙ্গে নয়; আওয়ামী লীগের সঙ্গে। এই সম্পর্ক গভীর করতে গিয়ে বাংলাদেশ রাষ্ট্রের ভবিষ্যৎ ও রাজনৈতিক গতিপথ নির্ধারণে ভারতের অযাচিত হস্তক্ষেপে এ দেশের জনগণ হারিয়েছে গণতন্ত্র, ব্যক্তিস্বাধীনতা এবং ভোটের অধিকার।

সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব অভিযোগ করেন। তিনি বলেন, ৭ জানুয়ারির নির্বাচনের পরে ভয়াবহ একক কর্তৃপক্ষ হয়ে উঠেছে সরকার। স্বৈরশাসকদের পরিণাম থেকে শিক্ষা গ্রহণ না করে দেশকে অনিবার্য ধ্বংসের পথে ঠেলে দিয়েছে তারা। ওদের হাতের মুঠোয় ধ্বংস ও বিদ্বেষের শক্তি।

রিজভী আরও বলেন, আওয়ামী পুলিশ প্রশাসন বিএনপিসহ গণতন্ত্রকামী দলগুলোর নেতাকর্মীর জীবন নিয়ে খেলছে। অবৈধ সরকার যেন নিজেদের টিকিয়ে রাখতে রাষ্ট্রযন্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছে বিএনপি নেতাকর্মীর ওপর। জামিনে মুক্তি পেলেও জেল গেটে অপেক্ষমাণ গোয়েন্দা সংস্থার লোকদের টাকা না দিলে তাদের মুক্তি মিলছে না। অসংখ্য গরিব নেতাকর্মী জেল গেটের টাকা না দেওয়ার কারণে কারাগারেই ধুঁকে ধুঁকে জীবন কাটাচ্ছে। আওয়ামী সরকার বিএনপির বিরুদ্ধে প্রতিশোধের হাতিয়ার হিসেবে গড়ে তুলেছে আইনশৃঙ্খলা বাহিনীকে।

বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, ফ্যাসিবাদী সরকার বিনাভোটে ক্ষমতা কুক্ষিগত করে রেখে উন্নয়নের দোহাই দিলেও সর্বত্রই নৈরাজ্য। উন্নয়ন হলে দেশে কেন গ্যাস সংকট, দেশে কেন বিদ্যুৎ সংকট? উন্নয়ন হলে কী কারণে বাংলাদেশকে একটি পরনির্ভরশীল ও আমদানিনির্ভর দেশে পরিণত করা হয়েছে?

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক আব্দুল কুদ্দুস, আবুল খায়ের ভুঁইয়াসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট