1. info@www.dhanershis.net : ধানের শীষ :
‘হিরুর নৌকার লোকেরা পালাবার জায়গা পাবে না’- বলা আ. লীগ নেতাকে শোকজ - ধানের শীষ
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ০৬:৪৩ পূর্বাহ্ন

‘হিরুর নৌকার লোকেরা পালাবার জায়গা পাবে না’- বলা আ. লীগ নেতাকে শোকজ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : নরসিংদীতে হিরুর নৌকার লোকেরা পলাইবার জায়গা পাবে না- এমন বক্তব্যের জেরে মাধবদী থানা আওয়ামী লীগের আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজকে শোকজ করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা সুলতানা নাসরীন। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁকে শোকজ করা হয়।

শোকজে উল্লেখ করা হয় আপনার বক্তব্য একটি নির্দিষ্ট দলীয় প্রতীকের সমর্থকদের হুমকি প্রদানের সামিল এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০১৮-এর বিধি ১১ এর সুস্পষ্ট লংঘন। এমতাবস্থায় আপনার বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা পত্র পাওয়ার দুইদিনের মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হলো।

এদিকে একই বক্তব্যের জন্য নরসিংদী সদর উপজেলা নির্বাচনী অনুসন্ধান কমিটি ও যুগ্ম জেলা জজ নাহিদুর রহমান নাহিদ পৃথক শোকজ করেন। জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে সদর উপজেলার বানিয়াছল এলাকার গোলাম মো. মালীক বাচ্চুর ছেলে মালিক মোহাম্মদ রাজিবের দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে শোকজের কারণ উল্লেখ করে ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়।

পাশাপাশি একই অভিযোগকারীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে পৌর এলাকার সেবাসংঘ মহল্লার শ্যামল সাহা নামের আরেকজনকে শোকজ করেছে সদর উপজেলা নির্বাচনী অনুসন্ধান কমিটি ও যুগ্ম জেলা জজ নাহিদুর রহমান নাহিদ। শোকজে উল্লেখ করা হয়, গত ৩ ডিসেম্বর রাতে শহরের পশ্চিম কান্দাপাড়া দেবাঙ্গন মন্দিরে বার্ষিক কীর্তন অনুষ্ঠানে নরসিংদী-১ আসনের আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী মো. কামরুজ্জামান কামরুলের উপস্থিতিতে তাঁকে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রার্থনা করেন শ্যামল সাহা।

যা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০১৮-এর বিধি ১১ এর সুস্পষ্ট লংঘন। এমতাবস্থায় আপনার বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা পত্র পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হলো।
গত বুধবার বিকেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-১ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী মো. কামরুজ্জামান কামরুলকে বিজয়ী করার লক্ষ্যে মাধবদী পৌর পরিষদের উদ্যোগে মাধবদী পৌরসভা মিলনায়তনে আয়োজিত মতবিনিময়সভায় থানা আওয়ামী লীগের আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ বলেন, ‘নৌকা বলি না, আমরা হিরুর নৌকা বলি, হিরু, হিরু। হিরুর (নৌকার প্রার্থী) লোকেরা পলাইবার জায়গা পাবে না।

৭ তারিখ যে জাগরণ সৃষ্টি হবে এই নরসিংদীতে, এই জাগরণের পরিণতিতে কামরুল ভাই (আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী) বিপুল ভোটে জয়ী হবে।’
বক্তব্যে শোনা যায়, ‘মাধবদীর মেয়র মোশাররফ সাব বক্তব্য দেওয়ার পরে দক্ষিণ এলাকার ৫টি ইউনিয়ন ও পৌরসভায় গণজাগরণ তৈরি হবে ইনশাআল্লাহ্। এই গণজাগরণে কেউ বাধা দিতে পারবে না। আপনারা যখন জানবেন মাধবদীর মেয়র মোশাররফ হোসেন, স্বতন্ত্র প্রার্থী কামরুল ভাইয়ের জন্য নামছেন, তখন কেউ বাঁধা দিতে পারবে না। কাল থেকে হিরোর নৌকার লোক পলানোর জন্য জায়গা পাবে না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট